শাহরিয়ার সোহাগ এর জন্ম ১৯৯৫ সালের ১৭ সেপ্টেম্বর যশোর জেলার চৌগাছা উপজেলাতে। স্কুল শিক্ষিকা মা রাশিদা খাতুন তার অনুপ্রেরণার একমাত্র উৎস। ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে স্নাতক এক স্নাতকোত্তর শেষ করে শাহরিয়ার সোহাগ এখন পুরোদস্তুক লেখক। লেখক হিসেবে সুপরিচিত শাহরিয়ার সোহাগ গল্পপ্রিয়। গল্পপ্রিয় এই মানুষটা গল্প বলার মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছে লেখালেখিকে। এখন পর্যন্ত তার প্রকাশিত উপন্যাসগুলো হলো অসমাপ্ত বন্ধুত্ব, চেনা বন্ধু অচেনা পথ, হলুদ বাতির হাসি, লেখিকা, লংজার্নি, প্রিয়ন্তিকা, লিভটুগেদার, চুড়িহাট্টা মোড়। এছাড়া তার প্রকাশিত কাব্যগ্রন্থ হলো আমার শহরে তোমার গল্প এবং আবিদা। টিভি নাটক লেখা, টিভি ও মঞ্চতে অভিনয় এবং ফটোগ্রাফিতে ব্যস্ত সময় পার করেন সময়ের এই ব্যস্ততম লেখক। তবুও তোমাকে চাই, এবং ভালোবাসা, আমাদের প্রেম না হোক তার লেখা জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম। অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অধিকাংশ তারা শিল্পীর সাথেই। সামাজিক দায়বন্ধতা থেকে বেশকিছু সামাজিক সংগঠনের সাথেও যুক্ত আছেন এই লেখক। ব্যক্তিগত জীবনে শাহরিয়ার সোহাগ বিবাহিত। সহধর্মিণী আবিদা সুলতানা পেশায় একজন চিকিৎসক।