বইটিতে আমার মরহুম মা এর জীবনালেখ্য বর্ণনা করা হয়েছে। চর নাছিরপুর, সদরপুর, ফরিদপুর নিবাসী আমার মায়ের নাম মোসাম্মৎ হাজেরা খাতুন। ১৯১৫ সালে তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি আমার নানা পণ্ডিত নৈমউদ্দিন আহমদের স্কুলে প্রাথমিক বাংলা ও আরবী শিক্ষা সম্পন্ন হয়। বাবার সাথে বিয়ের পর তিনি বাবার কর্মস্থল পাকিস্তান বিমান বাহিনী করাচীতে চলে যান। বিয়ের দশ বছর পর সেখানে আমার জন্ম। তারপর দীর্ঘ ২৫ বছর পাকিস্তানের রাওয়ালপিন্ডি, কোহাট, চাকলালা, করাচীর কোরাঙ্গী ক্রীক ও ভ্রীগ রোড বিমান বাহিনীর ক্যাম্পে দুঃখ কষ্টে দিন গুজরান করেন। ৭১ সালে সন্তানদের নিয়ে সারগোদার বুলান্ধহীল যুদ্ধবন্দী ক্যাম্পে নিদারুণ কষ্টে দিন অতিবাহিত করেন। ১৯৭৩ সালে পাকিস্তান হতে সম্পূর্ণ খালি হাতে দেশে ফিরেন। ১৯৭৪ সলে হতে ঢাকার মিরপুরে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে নতুন জীবনযুদ্ধ আরম্ভ করেন। বইটিতে তার জীবনী ছাড়াও মাকে নিয়ে হাদিস, গল্প, কবিতা, গান, উক্তি ও বিখ্যাত চলচ্চিত্রের কথাও বলা হয়েছে। এরপর আমৃত্যু তিনি সন্তানদের মানুষ করা, তাদের বিয়ে শাদী ও দুঃখ কষ্ট নিয়ে কিভাবে জীবন শেষ করেছেন তার বর্ণনা ও বিবরণ এ বইয়ে লেখা হয়েছে। ২০০৫ সালে তিনি ৯২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি অত্যন্ত জ্ঞানী, ধার্মীক, উপস্থিত বুদ্ধিসম্পন্ন ও বিদুষী মহিলা ছিলেন।