১৭ মার্চ ১৯২০ সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যে অসাধারণ প্রতিভাসম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন সেটি তার কিশোর জীবন থেকেই পরিষ্কার অনুধাবন করা যায়। তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা টুঙ্গিপাড়া, মাদারীপুর ও গোপালগঞ্জে। এই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপর্বেই বঙ্গবন্ধুর জীবনে রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা। আর এই ঘটনাগুলো থেকেই আমরা উপলব্ধি করতে পারি বঙ্গবন্ধুর অসাধারণ প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্বকে। তিনি বাল্যকাল থেকেই রাজনীতিমনস্ক ছিলেন। তাঁর পিতা বাড়িতে সংবাদপত্র এবং সাহিত্য পত্রিকা রাখতেন। এই সব পত্রপত্রিকার মধ্যে ছিল কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা, বসুমতী, আজাদ এবং মাসিক সওগাত ও মোহাম্মদী। মূলত রাজনীতিতে তার আগ্রহ গড়ে ওঠে সংবাদপত্র পাঠে। রাজনীতিতে নিমগ্ন এই তরুণ নেতা খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং সামাজিক ও দুস্থ মানবতার সেবামূলক কর্মকাণ্ডে ছিলেন প্রচণ্ড আগ্রহী। কিশোরবেলাতেই বঙ্গবন্ধু রাজনীতি ও সংস্কৃতির যে মেলবন্ধন ঘটান, আজীবন তা রক্ষা করতে সক্ষম হয়েছেন। ‘বঙ্গবন্ধুর কিশোরবেলা’ শিরোনামের এই গ্রন্থটিতে বঙ্গবন্ধুর কিশোর জীবনের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনাসমূহকে বিভিন্ন বিশেষণে বিশ্লেষণ করা হয়েছে। আশা করছি, সর্বস্তরের পাঠক এই গ্রন্থ থেকে বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন।