প্রেমের যে দুর্বোধ্য আকুতি তা আমরা কেউ যেন সবটুকু প্রকাশ করতে পারি না। কবি অব্যর্থ হতে চান না। নিঃশ্বাসের শেষ প্রান্ত থেকে যেন তুলে আনতে চান সবটুকু কথা, সবটুকু অনুভব, সবটুকু আকর্ষণ। জলে যার ছায়া পর্যন্ত পড়ে না তাকেও কবি ভালোবাসেন, তাকে নিয়েও তিনি কাটিয়ে দেন জীবনের আয়োজন। স্বপ্ন কিংবা জাগরণে, আশার আনন্দে, আত্মার আর্তনাদে কোথায় নেই প্রেয়সীর প্রশ্রয়। স. ম. শামসুল আলমের শব্দে যেন রং থাকে, যেন মাটি থাকে, যেন প্রাণও থাকে। তাই এ কবিতার মধ্যে কোনো জড়তা নেই। কখনো ঈঙ্গিতে, কখনো প্রতীকে, কখনো উপমায় কবিতাকে তুলে ধরেছেন অসম্ভব উচ্চতায়। যে নিঃসঙ্গতা তাকে ঘিরে আছে তাকেই যেন তিনি সঙ্গী করে নিয়েছেন আপন সৃষ্টির শৈলীতে। নোনাধরা সমাজের ছদ্মবেশী মানুষের রূপের যে বৈচিত্র্য তাও কবির অগোচরে নয়। অনেকটা নির্মোহ, অনেকটা প্রতিবাদী, অনেকটা অনুপ্রেরণা যেন তার ভাষায়, তার প্রকাশভঙ্গিতে। কিন্তু তিনি তার কবিসত্তাকে আঁকড়ে ধরে থাকেন, কিছুতেই যেন নিজেকে প্রলুব্ধ হতে দেন না। কিছুতেই যেন বিলিয়ে দিতে দেন না উলুবনে। তিনি বাস্তবতার পাহাড় থেকে ঝরনা হয়ে ঝরে পড়ছেন এ কবিতাগুলোর মধ্য দিয়ে। এটি তার একটি অন্যতম গুণ এবং অনন্য একটি কাব্যগ্রন্থ।
Sa. Mo. Shamsul Alam ১৯৬২ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন শিকজান গ্রামে। পিতা প্রয়াত এস. এম. শাহজাহান আলী এবং মাতা সালেহা শাহজাহান। তিনি ১৯৭৯ সাল থেকে লেখালেখি শুরু করেন এবং সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অবাধ বিচরণ। প্রকাশিত গ্রন্থ প্রায় অর্ধশত। শিশুকিশোরদের জন্য লেখা গ্রন্থের সংখ্যা বেশি। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছেÑ আমার মনের আকাশ জুড়ে, মায়ের অলংকার, হেসে ফাটে দম, আব্বুর ফিরে আসা, আমার দেশের মনের সাথে, বাবার কবর, মিরধা ভাইয়ের মজার কীর্তি, শব্দরম্য, নতুন রঙে আঁকা, গল্প নাচে ছড়ার গাছে, ছড়াসমগ্র, কিশোর কবিতা সমাহার, কিশোর গল্প সমাহার প্রভৃতি। ২০১৬ সালে প্রকাশিত ‘আমার বঙ্গবন্ধু’ বইটি পাঠক-সমাজে সমাদৃত হয়েছে।
স.ম. শামসুল আলম বেশ কিছু সংগঠন থেকে সংবর্ধনা-সম্মাননা পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে, শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননাÑ২০১৪, কবিতায় বিশেষ অবদানের জন্য কবি ওমর আলী সাহিত্য পদকÑ১৪২২, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদকÑ২০১৬, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি কর্তৃক মায়ের অলংকার গ্রন্থের জন্য কিশোরকবিতা সম্মাননাÑ২০১৬, কিশোর কবিতা ও গদ্যে বিশেষ অবদানের জন্য মোহাম্মদ নাসির আলী শিশুসাহিত্য পুরস্কার-২০১৭ প্রভৃতি। বর্তমানে তিনি নির্মাণ ও আবাসন ব্যবসার সাথে জড়িত। শিশু-কিশোর সংগঠন আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।