"আগুন জ্বলছে পুরো ক্যাম্পে। আগুনের আলোতে সবাইকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ওরা আমাকে খুঁজতে আসছে। আমার কাছে আসার আগেই হয়ত চলে যাব। সালমাকে খুব দেখতে ইচ্ছে করছে। মা কেমন আছে? আমার সন্তানটা? ওকে একনজর দেখতেও পারলামনা। পিপাসা পেয়েছে খুব। একটু পানি পান করতে পারলে ভালো হত। বুকের ডান দিকটাই রক্ত ঝরছে। দুটো বুলেট লেগেছে মনে হয়। খুব ব্যথা করছে। তবুও হৃদয়ে প্রশান্তি লাগছে। দেশের জন্য রক্ত ঝরছে আমার। ঐতো চলে আসছে ওরা। আমি আর পারছিনা। আল্লাহ আমাকে............." (কি লিখতে চেয়েছিলো উসমান? আল্লাহ তায়ালাই ভালো জানেন) কাশ্মীরকে নাকি পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। কিন্তু তা বর্তমানে একটি রক্তাক্ত ভূমি ছাড়া আর কিছু নয়। প্রতিনিয়ত হাজারো মায়ের আহাজারি আর শিশুর আর্তনাদে প্রকম্পিত হয় কাশ্মীরের আকাশ। বুলেটের সামনে ঝরে কত শত যুবকের তাজা প্রাণ। রাতের আঁধার কেটে ভোর হলে নদীর স্রোতে ভেসে যেতে দেখা যায় কত কাশ্মীরীর স্বপ্নকে। তেমনি একজন কাশ্মীরি যোদ্ধার ডায়েরীর পাতা থেকে নেওয়া কাশ্মীর থেকে বলছি গল্পটি। নির্যাতনের কষাঘাতে নিষ্পেষিত আর প্রীতিহীন কিছু মানুষের জীবন চরিত্র নিয়ে নির্মিত এই গল্পগ্রন্থ। হাসি, কান্না, আবেগ আর অনূভুতির পূর্ণ প্রয়োগের চেষ্টা করা হয়েছে গ্রন্থটিতে। প্রতিটি গল্পের মাঝেই বাস্তব কিছু শিক্ষার সমন্বয় ঘটানো হয়েছে। আশা করি গল্পগুলো পাঠক বন্ধুদের হৃদয় ছুঁয়ে যাবে।