"ভৌতিক কিছু আছে কি নেই, সেটা নিয়ে বিতর্ক থাকলেও ভয় কিন্তু আছেই। আর ভয়ের জিনিস আসতে পারে যেকোনখান থেকে, যে কোন চেহারায়। এই যেমন পার্টনারকে পথ থেকে সরিয়ে দিতে মিনহাজ আবদুল্লাহ সুক্ষ্ম প্ল্যান সাজালো মানসুখ ভাটিয়ার পাহাড়ী বাংলোয়। সমস্যা একটাই; বাংলোটা একটা পুরোনো গোরস্থানের পাশে। প্ল্যানটা ঠিকই ফলে গেল, কিন্তু তাই বলে এইভাবে? আবার অকশন শপ থেকে সরফরাজ খান যখন সেই বাক্সটা কিনেছিল, কে জানতো সেটাই ভেঙ্গে দেবে যুক্তি আর অতিপ্রাকৃতের মধ্যেকার পাতলা দেয়ালটা? আপনি যদি এরকম বাক্স পেয়েই যান,তো ভুলেও ওর মধ্যে কোন ছবি রাখবেন না যেন। রহস্যময়তার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। আর ভয়? সেটা তো আমাদের ডিএনএ তে গাঁথা। একদম ভিন্ন স্বাদের আটটি রোমাঞ্চকর গল্প আপনাকে একটাই টান টান অনুভূতি দেবে - 'এর পর কী?' যতক্ষণ না জানছেন, প্রেগন্যান্ট নীলার পেটের চামড়ায় কিসের ছবি ফুটে ওঠে অথবা কেনই বা বহুবছর অজ্ঞাতবাসের পর নজীবুল্লাহ প্রিয় বন্ধু পাশাকে হাকাইগোলা গ্রামে আমন্ত্রণ জানায়, স্বস্তি পাবেন না। এখানেই লেখকের মুন্সিয়ানা। প্লটগুলো এমনভাবে সাজিয়েছেন যে, প্রতিটি গল্পই পাঠককে বাস্তব জগত থেকে টেনে নিয়ে যাবে অলৌকিক দৃশ্য পরম্পরার ভেতর দিয়ে যেখানে ভয় আর উত্তেজনা অজান্তেই পাঠকের মনকে ধাক্কা দেবে। এখানেই পাঠককের জন্য রয়েছে সেই পরিতৃপ্তি।"