প্রিয় ভাই-বন্ধু! আমাদের এই দেহের মধ্যে দিল বা অন্তর হলো মূল। অন্তর ভালো তো সব ভালো। অন্তর মন্দ তো সব মন্দ। এজন্য আমাদের কর্তব্য হলো, আমরা আমাদের অন্তরের শুদ্ধি ও সংশোধনের ফিকির করব। আর এর পদ্ধতি হলো, অন্তরে ঈমান ও ইয়াকিনের বৃক্ষ রোপণ করতে হবে। সেখানে আল্লাহর ভয় ও ভালোবাসার বীজ বপন করতে হবে। তাতে তাকওয়া, তাওয়াক্কুল, ইখলাস ও ইত্তিবায়ে সুন্নতের চারা লাগাতে হবে। আমাদের করণীয় হলো, অন্তর নামক হার্ডডিস্কে হৃদ্যতা-ভালোবাসা, নামাজ ও তেলাওয়াতের প্রতি অদম্য আকর্ষণ এবং সকল ভালো কাজের সফটওয়্যার প্রবিষ্ট করতে হবে। বিপরীতে সব ধরনের মন্দ ও খবিশ সফটওয়্যার থেকে অন্তরকে পরিষ্কার করতে হবে। অন্তরের জমিন থেকে আল্লাহর নাফরমানি ও রাসুলের অবাধ্যতার জঞ্জাল দূর করতে হবে। এসবের সাথে ভাইরাস থেকে আত্মরক্ষার জন্য এন্টিভাইরাস ব্যবহার করতে হবে। আর এসব গুণাবলি ও যোগ্যতা এমনি এমনি অর্জিত হবে না। এগুলো অর্জনের জন্য যেতে হবে কামেল বুযুর্গের সান্নিধ্যে। একমাত্র আল্লাহওয়ালাদের সান্নিধ্যেই এই সকল সফটওয়্যার বা গুণাবলি পাওয়া যাবে। উত্তম গুণাবলি আপনার অন্তরে স্থান পেলে আপনার দেহ যা একটি মনিটর-সদৃশ, তা থেকে নেক আমল, উত্তম আচার-ব্যবহার আর আল্লাহর প্রিয় কাজগুলো প্রকাশিত হবে। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাই সঠিক বুঝ দান করুন এবং অন্তরকে পরিশুদ্ধ করার তাওফিক দান করুন।