ফাস্ট ফ্লাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম গণযোগাযোগ ও সাংবাদিকতায়। ২০০০ সালের ডিসেম্বর মাসে আমাদের ক্লাস শুরু হলো। তত্ত্বাবধায়ক সরকারের আমল। কিছুদিন পর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলো। আমার প্রায় সব বন্ধুরা রাতারাতি ছাত্রদল হয়ে গেল। আমি থেকে গেলাম সেই বিরোধীদলেই। জীবনে ক্লাস মিস করেছি অনেক কিন্তু মধুতে যাওয়া মিস করিনি একদিনও। তখনই জীবনের নতুন ঠিকানা হয়ে ওঠে রাজপথ। আমি শব্দ নিয়ে খেলতে পছন্দ করি। তাই লেখার সময় একটা বিষয় সবসময় মাথায় থাকে, সেটা হলো— আমার লেখা পড়ে পাঠক যেন মনে করে এটা তারই কথা; এই কথাগুলোই তিনি মনেমনে ভেবে রেখেছিলেন। নিজে যা ভাবি, যেভাবে ভাবি সেই ভাবনাগুলোই আমার লেখা। দেশ-বিদেশ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে কত মানুষ যে লেখা পড়ে ফোন করে কেঁদেছেন। একজীবনে এই ভালোবাসা অমূল্য। আমার অধিকাংশ লেখাই অনেক প্রভাবশালীর স্বার্থে ঘা দিয়েছে। নঈম নিজাম ছাড়া আমার এইসব লেখা অন্য কেউ দৈনিকে ছাপার সাহস করতো কি না সেটা নিয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ’ আমার প্রথম বই। এটি মূলত বিভিন্ন সময়ে 'বাংলাদেশ প্রতিদিন'-এ ছাপা হওয়া আমার কলামের সংকলন। স্বনির্বাচিত এইসব কলামে পাঠক মনের গোপন অব্যক্ত জিজ্ঞাসা ও চিন্তার প্রতিবিম্ব দেখতে পাবেন।