সাবেক মার্কিন প্রেসিডেন্ট ম্যাথিউ কিটিং এর একমাত্র কন্যা মেলানিকে অপহরণ করেছে বিশ্বের ভয়ঙ্করতম সন্ত্রাসী আসিম আল-আসাদ। তার কিছু দাবি পূরণ করা না হলে মেলানিকে মেরে ফেলবে সে। এজন্য একটি ডেড লাইনও বেঁধে দিয়েছে সে। কিটিং বর্তমান প্রেসিডেন্ট পামেলা বার্নসকে অনুরোধ করেও কোন লাভ হল না। তিনি কোন সন্ত্রাসীর দাবির মুখে নতি স্বীকার করবেন না কিছুতেই। ওদিকে ডেড লাইন ঘনিয়ে আসছে দ্রুত। মেয়েকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠলেন কিটিং। কিন্তু তাঁকে সাহায্য করবার কেউ নেই! উলটো পামেলা তাঁকে প্রতি পদক্ষেপে বাধা দিচ্ছেন। আসিম আল আসাদকে তার মিশন সফল করতে গোপনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন যাদের কিনা আমেরিকার উপর বিষম রাগ। একমাত্র মেয়েকে উদ্ধারের জন্য একাই নেমে পড়লেন কিটিং এক অসম্ভব মিশনে। পাঠক, তৈরি হয়ে যান দুর্দান্ত এক থ্রিলার পাঠের জন্য যা আপনাদেরকে থ্রিল- অ্যাকশন আর সাসপেন্সের রোলার কোস্টারে চড়িয়ে দেবে যেখান থেকে রোলার কোস্টার না থামা পর্যন্ত নামবার কোন উপায়ই নেই! সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং মাস্টার থ্রিলার রাইটার জেমস প্যাটারসনের লেখা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার দ্য প্রেসিডেন্ট'স ডটার এবারের বইমেলায় আসছে বাবুই প্রকাশনী থেকে জনপ্রিয় থ্রিলার লেখক-অনুবাদক অনীশ দাস অপুর অনবদ্য অনুবাদে। থ্রিলার পড়ে রোমাঞ্চিত হতে চাইলে দ্য প্রেসিডেন্ট'স ডটার হতে পারে আপনার অন্যতম পছন্দের সঙ্গী!
১৯৯২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত, ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট পদ অলংকৃত করেন বিল ক্লিনটন। হােয়াইট হাউজ ছাড়ার পর প্রতিষ্ঠা করেন। সমাজসেবামূলক সংস্থা ক্লিনটন ফাউন্ডেশন, যার প্রধান লক্ষ্য বিশ্বব্যাপী জনগণের স্বাস্থ্যের উন্নতি, নারীউন্নয়ন, শিশুদের সুরক্ষা, বিভিন্ন রােগের প্রতিকার ও প্রতিরােধ, জনগণের অর্থনৈতিক উন্নয়ন এবং বৈশ্বিক আবহাওয়া বিপর্যয়ের বিরুদ্ধে কাজ করা ।।