দীর্ঘদিন পর ফিনিক্স পাখির মতো ভষ্ম থেকে পুণরুত্থিত হয়েছে ব্ল্যাক রঞ্জু। আবারো সৃষ্টি করেছে ত্রাসের রাজত্ব। এবার অনেক বেশি শক্তিশালি এবং ভয়ঙ্কর। আর অপ্রতিরোধ্য তার সন্ত্রাসী চক্র। আইন শৃ... See more
TK. 650 TK. 510 You Save TK. 140 (22%)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
কমিয়ে দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
দীর্ঘদিন পর ফিনিক্স পাখির মতো ভষ্ম থেকে পুণরুত্থিত হয়েছে ব্ল্যাক রঞ্জু। আবারো সৃষ্টি করেছে ত্রাসের রাজত্ব। এবার অনেক বেশি শক্তিশালি এবং ভয়ঙ্কর। আর অপ্রতিরোধ্য তার সন্ত্রাসী চক্র। আইন শৃঙ্খলা বাহিনির সাধ্য নেই তার নাগাল পাবার। ওদিকে ঢাকার এক আবাসিক এলাকা ঘটে গেল তিনটি হত্যাকাণ্ড। তদন্তে নেমেই অপ্রত্যাশিত কিছুর হদিস পেয়ে গেল হোমিসাইডের ইনভেস্টিগেটর জেফরি বেগ। হয়তো ব্ল্যাক রঞ্জুর নাগাল পেয়ে যাবে। কিন্তু পর্দার অন্তরালে আছে আরেকজন, তাকে ধরা প্রায় অসম্ভব। সে কী চায়? কে সে? বাস্টার্ডই বা কেন আড়াল থেকে বেরিয়ে এসে হন্যে হয়ে খুঁজছে সেই লোককে? বাস্টার্ডের জন্য পাঠকের অপেক্ষার প্রহর শেষ, সেই সাথে সব প্রশ্নেরও জবাব পাওয়া যাবে ‘বেগ-বাস্টার্ড’ সিরিজের ষষ্ঠ বই ‘নেক্সট’-এ।
রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ খ্যাত লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের জন্ম ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক বছর অধ্যয়নের পর সেখান থেকে বেরিয়ে এসে তার সৃজনশীল সত্ত্বা বিকাশের উপযোগী আরেকটি বিষয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ নাজিম উদ্দিন বাংলার পাঠকের মনে জায়গা করে নিয়েছিলেন ভিনদেশী বিখ্যাত থ্রিলারগুলো অনুবাদ করার মধ্য দিয়ে। ২৬টিরও বেশি বইয়ের এ অনুবাদক পরবর্তীতে মনোনিবেশ করেন মৌলিক থ্রিলার রচনায়। মোহাম্মদ নাজিম উদ্দিন এর বই হিসেবে প্রথম প্রকাশিত হয়েছিলো ‘নেমেসিস’, যা তার মৌলিক লেখা হিসেবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। মূলত এই বইয়ের জনপ্রিয়তাই তাকে পর পর চারটি সিকুয়েল লিখতে অণুপ্রেরণা দিয়েছিলো। সেগুলো হলো ‘কন্ট্রাক্ট’, ‘নেক্সাস’, ‘কনফেশন’ এবং ‘করাচি’। মোহাম্মদ নিজাম উদ্দিন এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘জাল’, ‘১৯৫২ নিছক কোনো সংখ্যা নয়’, ‘পেন্ডুলাম’, ‘কেউ কেউ কথা রাখে’ ইত্যাদি। মোহাম্মদ নাজিম উদ্দিন এর বই সমগ্র এর মাঝে আজ পর্যন্ত ঠাই পেয়েছে মোট ১১টি থ্রিলার উপন্যাস। এর মাঝে সবচেয়ে জনপ্রিয় হলো ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’, যা পশ্চিমবঙ্গেও সাড়া জাগিয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকা এবং কলকাতা উভয় স্থান থেকেই বইটির সিকুয়েল ‘রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি’ ভিন্ন ভিন্ন প্রকাশনী থেকে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়। এছাড়াও কলকাতার বিখ্যাত প্রকাশনী ‘অভিযান পাবলিশার্স’ লেখকের মৌলিক থ্রিলারগুলোর ভারতীয় সংস্করণও প্রকাশ করেছে। এর পাশাপাশি শীঘ্রই তার উপন্যাস অবলম্বনে ভারত থেকে ওয়েব সিরিজ বের হওয়ারও কথা রয়েছে। অতএব মোহাম্মদ নাজিম উদ্দিনের রচনাশৈলীর কদর অনস্বীকার্য। অনুবাদক এবং থ্রিলার লেখক ছাড়াও নাজিমের আরেকটি পরিচয় হলো- তিনি বাংলাদেশের বাতিঘর প্রকাশনীর প্রতিষ্ঠাতা প্রকাশক।
জেফরি বেগের কাছে নতুন কেস। ফিরে এসেছে ব্ল্যাক রঞ্জু। চালাচ্ছে চাঁদাবাজি, খুঁজে বেড়াচ্ছে পেশাদার খুনি বাস্টার্ডকে। কেউ জানে না বাস্টার্ড বেঁচে আছে নাকি মরে গেছে।
• গল্প নিয়ে কথা: • গল্পটা শুরুই হয়েছে, ব্ল্যাক রঞ্জুর পুনরুত্থান থেকে। দিল্লিতে বাস্টার্ড তাকে পুড়িয়ে মারার পর জেফরি বেগ নিশ্চিত ছিলো তার বেঁচে থাকার সুযোগ নেই। কিন্তু ঘটনা পাল্টে গেলো এক সংসদ সদস্যের পুত্র মুনেম চৌধুরীর খুনের ঘটনার মাধ্যমে। রঞ্জুর লোকের দ্বারা খুনের শিকার হয়েছে সে। তারপরেই শুরু হয়ে গেলো জেফরি বেগের দৌড়।
• এখানে পাঠককে অবাক করে দিয়ে মুনেম চৌধুরীর ঘটনাটা সূত্র পেয়েও অমীমাংস রয়ে গেলো জেফরি বেগের কাছে। তারপর দীর্ঘ দুই মাসের একটা জাম্প কাট এবং সেটাও আবার এক রাতের গল্প বাকি উপন্যাসে। বলা বাহুল্য, এই তিনটি বিষয় সিরিজের আগের কোনো বইয়ে লেখক প্রয়োগ করেননি।
• বেগ বাস্টার্ড সিরিজের অন্য কোনো বইয়ে এতোটা কানেক্টিভিটি লক্ষ্য করিনি। কন্ট্রাক্ট ও নেক্সাসের মাঝে চরিত্রের খাতিরে একটা সরাসরি যোগসূত্র ছিলো। আবার করাচি প্রিকুয়েল হওয়ায় নেমেসিসের ঘটনার উল্লেখ শেষে একবারই করা হয়। তবে 'নেক্সট' এর গল্প এদিক থেকে এগিয়ে। বিশেষ করে নির্দিষ্ট কিছু চরিত্র উপস্থাপনের খাতিরে নেমেসিস, কন্ট্রাক্ট, নেক্সাস ও কনফেশনের সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে। সিরিজের কানেক্টিভিটির অপূর্ণতা এই বইটা দূর করেছে।
তাই, 'নেক্সট' এর গল্পটা আমি বলবো নিঃসন্দেহে এই সিরিজের বাকি গল্পগুলো থেকে ভিন্ন।
• চরিত্র বিশ্লেষন: • প্রথমেই চলে যাই অমূল্যবাবু র কাছে। এফেক্টিভ ও ক্লিন ইমেজ এর চরিত্র। সাথে চমৎকার ক্যারেক্টার ডেভলপমেন্ট। অমুল্যবাবুর এতো ক্ষমতার উৎস কী?" আমার ধারণা আগের বইগুলো যারা পড়েছেন, সবার মনেই এই প্রশ্নটা এসেছে। অমূল্যবাবু মুহূর্তেই সব পরিস্থিতি সামলে নিচ্ছে, উপমহলের ব্যক্তিবর্গকে নিয়ন্ত্রণ করছে; কিন্তু কীভাবে? এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমূল্য বাবুর অতীত জীবন, ক্ষমতার উৎস, এমনকি তার ভিতরের মানুষটার অজানা দিক উঠে এসেছে গল্পের ফাঁকে ফাঁকে। আমার মতে, বিষয়টা জরুরি ছিল।
• বাস্টার্ড। সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীভূত চরিত্র। বাবলু ওরফে বাস্টার্ডের মানবিক দিকটা আরো আগে থেকেই ডেভেলপ করা হচ্ছিলো। এখানে তার নজির আরো ভালোভাবে ফুটে উঠেছে। হোক সেটা ফোক্কানের মতো শিশুকে সাহায্য করা কিংবা জায়ানের পরিবারকে রক্ষা করা। বাস্টার্ড খুনি হলেও মানুষ। এমন একটা বিষয় স্থির রেখে 'নেমেসিসে' দেখা বাস্টার্ডের পুরোনো 'Tough guy' ইমেজটা ফুটিয়ে তোলার বিষয়টারও প্রশংসা করবো।
• কিসিঞ্জার নামে একটা চরিত্র আছে। অল্পতেই মনোযোগ কেড়ে নেয়ার মত চরিত্র। 'কন্ট্রাক্ট' এর একটা ষড়যন্ত্রকে বাস্তবায়নে তার অবদান বলা হয়েছে। সামনে এই চরিত্রকে আবারও আনা হোক।
• অভিযোগ থাকবে জেফরি বেগের চরিত্রটা নিয়ে। চরিত্রটা বুদ্ধিমান, চতুর, রিফ্লেক্সিভ। তবে বাস্টার্ডের সামনে এলেই তার চরিত্রটা ফিকে হয়ে যাচ্ছে, বুদ্ধিতে মার খাচ্ছে। এতো গুরুত্বপূর্ণ একটা চরিত্র ফোকাস হারিয়ে ফেললে খেলাটা জমবে না। তাই আশা রাখবো লেখক এই চরিত্রকে আবারও নেমেসিস ও নেক্সাসের রূপে ফিরিয়ে নিবেন, সেটা তাকে বাস্টার্ডের পক্ষে রেখে হোক বা বিপক্ষে।
প্রতিক্রিয়া জানতে চাইলে বলবো, 'বেগ-বাস্টার্ড' সিরিজের জন্য 'নেক্সট' একটা টার্নিং পয়েন্ট। কনফেশন ও করাচির পর সিরিজে একটা পারফেক্ট প্যাকেজের গল্প দরকার ছিলো, যা নেক্সট। যদিও সমাপ্তি অংশে রঞ্জুর রহস্যের উপাখ্যান নাটকীয়ই লেগেছে। লজিক্যাল কিন্তু নাটকীয়। শেষের দিকের অধ্যায়ে একটা দৃশ্য আছে, বেগ ও বাস্টার্ড সামনাসামনি কিছুটা দূরত্বে অবস্থান করছে; তবে দুজনেই ক্লান্ত, কোনো আক্রোশ নেই এক অপরের প্রতি। দৃশ্যটা ভিজ্যুয়ালাইজ করার মতো। উপন্যাসের সমাপ্তি এখানে হলেও মন্দ হতো না। তবে অসমাপ্ত রহস্যকে লেখক জানান দিতেই বাকিটা সংযোজন করেছেন। যেহেতু এই বই প্রকাশের আগে একটা লম্বা গ্যাপ ছিলো, লেখকের লেখার উন্নতি এখানে ভালোভাবেই পরিলক্ষিত। সব মিলিয়ে ভালোই লেগেছে। এই একই ধারা 'কন্ট্রোল' উপন্যাসে ধরে রাখা হয়েছে কিনা, সেটাই দেখার বিষয়।
• ভ্রান্তি ও বিভ্রান্তি: • শুরুর দিকেকিছু বানান ভুল চোখে পড়েছে, তবে এক চতুর্থাংশের পর সেটা নেই।
• নিকেতনে ঢুকার আগে জেফরি বেগ দারোয়ানকে জিজ্ঞেস করেছিল পাঁচতলায় একটাই ফ্ল্যাট কিনা, দারোয়ান হ্যাঁ সূচক উত্তর দিয়েছিলো। কিন্তু বাস্টার্ডের পার্সপেক্টিভ অনুযায়ী, পাশের ফ্ল্যাটের সাথে কিসমত আরার ফ্ল্যাটের যোগসূত্র ছিলো। এখানে ফ্ল্যাট তাহলে দুটো হয়ে গেলো না?
• বাবলুর মেন্টর যে অমূল্যবাবু, এ বিষয়টা সরাসরি জেফরি বেগের কাছে ধরা পড়েছিল কি? কেনোনা কনফেশন বইয়ে বাবলু ওরফে বাস্টার্ড বিষয়টা হিন্ট দিলেও সরাসরি স্বীকার করেনি। জেফরি বেগ পরে অনুমান করতে পেরেছিল কিনা ঠিক মনে পড়ছে না। অবশ্য এটা ঠিক ভুল নয়। সরাসরি উল্লেখ না থাকলেও একে 'অফ স্ক্রিন' এর ধাঁচে ফেলা যায়।
আরেকটা বাড়তি প্রশ্ন আছে। উল্লিখিত রঞ্জুর প্রতিনিধি নাইন স্টারের 'নাইজেল' চরিত্রটি কি 'কসমোজাহি' উপন্যাসের নাইজেল? বহুবার আমার কাছে প্রশ্ন জেগেছিলো কসমোজাহি বেগ বাস্টার্ড সিরিজের ওয়ার্ল্ড এর অন্তর্ভুক্ত কিনা, কিন্তু উত্তর পাইনি।
• ব্যক্তিগত রেটিং: ৮.৫/১০
এক নজরে, • বই: নেক্সট (বেগ বাস্টার্ড:- ৬) • লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন • ধরণ: থ্রিলার উপন্যাস • প্রকাশনী: বাতিঘর প্রকাশনী • প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২২ • প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন • পৃষ্ঠা সংখ্যা: ৪৩২
~ ইয়াসির আল সাইফ
Read More
Was this review helpful to you?
By Tamzid Rifat,
18 Sep 2022
Verified Purchase
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ”বেগ-বাস্টার্ড” দ্বৈরথ দেখতে পেলাম। আমরা যারা বাংলা মৌলিক থ্রিলারের ভক্ত তাদের কাছে এই সিরিজের আবেদনটাই অন্যরকম। তাই পুরোপুরি নিরপেক্ষ অবস্থান থেকে রিভিউ করতে পারবোনা কাজেই ব্যক্তিগত প্রতিক্রিয়াই সই। সাইজে নেক্সট বইট সিরিজের অন্য বইগুলোর তুলনায় বেশ ঢাউস ছিলো। কাহিনির গতি ও চরিত্র বিন্যাস ভালো লেগেছে। বাস্টার্ডের চরিত্রায়ন বেশ শক্তিশালী ছিলো। তবে বেগ চরিত্রটিতে তুলনামূলক ইন্টেন্সিটি কম মনে হয়েছে। এছাড়া প্রোডাকশন কোয়ালিটি বাতিঘরের অন্যান্য বইয়ের তুলনায় বেশ ভালো লেগেছে, আরাম ও যত্নসহকারে পড়া গেছে। সিরিজের আগের বইগুলোর থিম ধরে রেখে প্রচ্ছদটাও খাসা ছিলো।
ব্যক্তিগত রেটিং ৪/৫
Happy Reading 📖
Read More
Was this review helpful to you?
By SUMAIYA ISLAM,
04 Aug 2022
Verified Purchase
আমার মতে বেগ বাস্টার্ড সিরিজের সবচেয়ে বেস্ট বই ছিলো "নেক্সট"। সবগুলোই পড়া হয়েছে বাট নেক্সট পড়ে ভীষণ ভালো লেগেছে। লেখার ধরন আগের গুলোর চেয়ে অনেকটা প্রশংসনীয়। প্লাস অনেক জরুরী তথ্য ও আছে এই বইটায় যার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার। কিছু কিছু জায়গায় লেগেছে ৩/৪ জনের intro দিয়ে অনেক পেইজ বাড়ানো হয়েছে তাই একটু কেমন লেগেছে বাট কাহিনী পড়ে দারুন মজা পেয়েছি তাই ৫ স্টার ই দিলাম 😌
Read More
Was this review helpful to you?
By Nowreen Hamima,
13 Aug 2022
Verified Purchase
Finally after a long time this Bag-Bastard series is here. I really like it... this book is perfect for thriller lovers like me...
Read More
Was this review helpful to you?
By Shah Paran,
29 Jul 2022
Verified Purchase
So many printing mistakes which hasn't been noticed previous books of this series....But story is great!
Read More
Was this review helpful to you?
By Nasir Uddin,
14 Mar 2022
Verified Purchase
I'm disappointed with this story of this series. It's like that, typically a Bangla movie story.