যাপিত আটপৌরে নাগরিক জীবনের গহিনে, সন্তর্পণে আলো ফেলেছেন আসিফ কবীর। তথ্য-তত্ত্ব এবং ক্রিয়াপদের ব্যবহারে সৃষ্টি করেছেন স্বতন্ত্র এক গদ্যরীতি। সমসাময়িক ও মধ্যবিত্ত জীবন ঘনিষ্ঠ গল্পগুলোয় বিষয়-বিন্যাস অনুসারে এসেছে মৃত্যু, দুর্ঘটনা, হত্যা, প্রতারণা, চাকরি জীবনের সমস্যা...। একাধিক গল্পের পটভূমি বিদেশ। আছে ঐতিহাসিক বিবরণীর প্রেক্ষাপটে বর্তমান সময়ের গল্পও। পাঠকের চিন্তাজগতে ছাপ ফেলার মতো। বিষয় ভাবনা অসাধারণ বলতেই হয়। রাজনৈতিক মতবাদ নিয়ে মানবিক গল্পের ব্যাপারটিও চমকপ্রদ বটে। বিস্তারিত বর্ণনার বুনন পাঠককে যেন প্রতিটি গল্পের পটভূমিতে দাঁড় করিয়ে দেয়। গল্পগুলোয় আছে দর্শন সঞ্জাত কথা। জীবনমুখী প্রতিটি গল্প, আশা-জাগানিয়া, মানব জীবনের পরাজয় নেই তাতে। যৌনতা এসেছে জীবনের অংশ হয়ে, স্বতোৎসারিত জীবনবোধের অনুষঙ্গ রূপে। কোনো অস্বাভাবিকতা নেই। জীবনের স্বাভাবিক ধর্মে তাই পাত্র-পাত্রীকে নয় বরং এতদ্বভিন্ন তাদের মানসিক দীনতাই কাঠগড়ায় এসেছে। লেখক একইসাথে দেশে মুজিববাদ ও আন্তর্জাতিকভাবে মার্ক্সবাদ প্রভাবিত। গল্পগুলোর বর্ণনাও নানা তথ্যে সমৃদ্ধ হয়ে গতিময়। বিশ্বসাহিত্যে ছোটোগল্পের গুরু আন্তন চেখভের সঙ্গে লেখকের গল্প বলার মিল রয়েছে। পাঠক নাটকীয়তা বা টুইস্টের প্রত্যাশী হবেন কিন্তু যাপিত জীবনের গণ্ডিতেই সীমাবদ্ধ চরিত্রগুলোকে আবিষ্কার করবেন। আটপৌরে নাম নিয়েই চেখভের গল্পের মতো আসিফ কবীরের গল্পগুলোও রেশ রেখে যায়।