গল্পের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন। ঘরােয়া আসর হােক কিংবা আনুষ্ঠানিক সভা, যেকোনাে ক্ষেত্রেই শ্রোতারা খুব সহজে আকৃষ্ট হন গল্পের প্রতি। নীরস বক্তব্যকে সরস করে তােলে। শিক্ষামূলক গল্প। তবে বক্তাকে লক্ষ্য রাখতে হয়। যেন বক্তব্যের ভেতরের এই গল্পগুলাে প্রাসঙ্গিক হয়, লক্ষ্যাভিমুখী হয়। কোন প্রসঙ্গে কোন গল্প বলতে হবে এটা বক্তা ঠিক করবেন কীভাবে? প্রাসঙ্গিকভাবে এত গল্প পাওয়া যাবেই বা কোথায়? সুবক্তা তওফিক মাহবুব চৌধুরী এই শূন্যস্থান পূরণ করেছেন তাঁর ব্যতিক্রমী বই বক্তৃতার গল্প’ এর মাধ্যমে। বক্তৃতা শেখার নানা বই বাজারে প্রচলিত থাকলেও বক্তব্যকে আকর্ষণীয় করে তােলার কোনাে বই একদম নেই! ধরে নেওয়া যায়, বাংলা ভাষায় এমন বই এই প্রথম। লেখকের কয়েক বছরের পরিশ্রমের ফসল এই ‘বক্তৃতার গল্প। বইটিতে বিভিন্ন বিষয়ের ওপরে তিনশ গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। গল্পের শিক্ষামূলক দিক বা মােরাল চিহ্নিত করা হয়েছে । সূচি সাজানাে হয়েছে এমনভাবে যেন খুব সহজে প্রাসঙ্গিক গল্পটি বক্তা খুঁজে বের করতে পারেন। যাঁরা নিয়মিত বিভিন্ন সভা-সেমিনারে কিংবা ঘরােয়া আসরে বক্তব্য রাখেন তাঁদের জন্য। নিঃসন্দেহে এই বইটি অপরিহার্য বলে বিবেচিত
পেশাদার জীবনে পুলিশ কর্মকর্তা। জন্ম ১৯৭০ সালে সিলেট শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন অর্থনীতিতে। ১৫তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনির কসভো ও সুদান মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কর্মজীবনে লেখক বরিশাল ও রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি ডিবি-দক্ষিণ ও ডিসি ওয়ারী, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশে ডিসি হেডকোয়ার্টার্স এবং স্পেশাল ব্রাঞ্চে বিশেষ পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি ছিলেন। বর্তমানে ডিআইজি হিসেবে কর্মরত। পেশাদার জীবনের পাশাপাশি বুদ্ধিবৃত্তির জগতেও তিনি বিচরণ করেছেন সচেতনভাবে। অভিজ্ঞতালব্ধ জ্ঞান ছড়িয়ে দিতে চান প্রজন্মের মানসপটে। 'আমি জানি তুমি মিথ্যা বলছ' তার প্রথম গ্রন্থ।