ঋত্বিক ঘটক তার ক্ষুদ্র কর্মজীবনে ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও মুষ্টিমেয় অসমাপ্ত কাজ রেখে যান। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র বিষয়ক শিক্ষক, গল্পকার, নাট্যকার এবং প্রযোজক। এর পাশাপাশি তিনি চলচ্চিত্র বিষয়ক নানা প্রবন্ধও লিখেছেন। সেসব প্রবন্ধে চলচ্চিত্রের নানান দিক নিয়ে যেমন পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করেছেন, তেমনি তার আদর্শ ও মনস্তত্ত্বের প্রভাবও লক্ষণীয়। চলচ্চিত্রের উপর ঋত্বিকের লেখনি তাঁর কাজের দিকগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। কিছু লেখা রয়েছে যেগুলো চলচ্চিত্র নির্মাণ সম্বন্ধে তাঁর ব্যক্তিগত মতামতকে তুলে ধরে; কিছু দেশীয় চলচ্চিত্রের অবস্থা সম্পর্কে; কিছু চলচ্চিত্র নির্মাণ কৌশল সম্পর্কে; কিছু তাঁর নিজস্ব চলচ্চিত্র সম্পর্কে। কখনওবা তিনি এমন দিকগুলোর উপর বিশেষ জোর দিয়েছেন যা সহজে বোঝার মতো না। যেমনঃ ইয়ুং এর প্রাথমিক গবেষণা থেকে নিয়েছিলেন - আর্কিটাইপ, মাদার ইমেজ, এমনকি পূনর্জন্মের ধারনা। এসব লেখা পাঠকের মনে ঋত্বিক ঘটকের একটি সুসঙ্গত আত্মপ্রতিকৃতি অঙ্কনে সফল হবে। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ যে বিশ্বাস বা ধারণা উপস্থাপন করে, সেগুলোর প্রতি আপনাদেরও আগ্রহ বাড়াতে সাহায্য করবে। ঋত্বিক বেশ কিছু প্রবন্ধ ও চলচ্চিত্র বিষয়ক আলোচনা ইংরেজি ভাষায় লিখে গেছেন, যা পূর্বে কখনো বাংলা ভাষায় প্রকাশিত হয়নি। তাই চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রথমবারের মতো বাংলা ভাষায় এই প্রবন্ধ ও আলোচনা সমূহ পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস – “চলচ্চিত্র ও ঋত্বিক”।