ইসলাম মানবতার ধর্ম। এর প্রতিটি বিধানই মানুষের কল্যাণে প্রণীত। ‘ইসলামি সংবিধান’ একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের শ্রেষ্ঠ সমাধান। এতে আছে অন্ধকার পথে হেঁটে চলা পথিকের আলোর সন্ধান। মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, ‘আমি তোমাদেরকে উজ্জ্বল দ্বীন ও দলিলের উপর রেখে যাচ্ছি। যার রাত্রিও দিনের মতোই। ধ্বংস-অনিবার্য ব্যক্তি ছাড়া আর কেউ তা থেকে সরে যায় না।’ (মুসনাদে আহমদ : ১৭১৪২) পারস্পরিক আচার-ব্যবহার, লেনদেন ও উপার্জন সঠিক পদ্ধতিতে হওয়া চাই। মানুষের সঙ্গে অশোভন আচরণ করা, অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা এবং জনগণের জান-মালের উপর অবৈধ হস্তক্ষেপ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এমন উপার্জনকে ইসলাম অবৈধ ঘোষণা করেছেÑ যাতে মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি ও জনসাধারণের ক্ষয়ক্ষতি রয়েছে। পাশাপাশি ব্যক্তি ও সমাজের কল্যাণে ইসলাম কিছু সুসংহত নিয়ম-নীতি প্রয়োগ করেছে। যা মেনে চলে খুব সহজেই জীবনকে সুখশান্তিময় এবং সমাজকে আলোকময় ও সমৃদ্ধময় গড়ে তোলা সম্ভব। সেইসব নীতিমালার আলোকেই রচিত ‘প্র্যাক্টিসিং মুসলিম সোসাইটি ’ গ্রন্থটি প্রতিটি বিশ্বাসী প্রাণে হেরার জ্যোতি বিকিরণ করবে এবং মুসলিম সমাজকে ইসলামেয় আলোয় আলোকিত হওয়ার পথ দেখাবেÑএই প্রত্যাশা।
মুফতি গোলাম রাজ্জাক কাসেমী। লেখক, গবেষক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষক। জন্ম : ২৪ জানুয়ারি ১৯৯৫, নরসিংদী। পিতা : কে, এফ, এম গোলাম ছাদেক। শিক্ষা : লেখাপড়ার শুরু এমদাদুল উলুম ইসলামিয়া ভাগদী, নরসিংদীতে। ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেছেন। উচ্চতর আরবি ভাষা ও সাহিত্যের দরস গ্রহণ করেছেন বহু ভাষাবিদ শায়েখ শহীদুল্লাহ ফজলুল বারী রহ.- এর সান্নিধ্যে। তাখাসসুস ফিল হাদিস পড়েছেন মারকাযুস্ সুন্নাহ্ ওয়াদ্ দাওয়া ঢাকায়। উচ্চতর হাদিস বিষয়ে পড়াশোনা করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দে। আরবি সাহিত্যিক নূর আলম খলিল আমিনী রহ.- এর কাছে আরবি সাহিত্যের পাঠ গ্রহণ করেছেন। ইফতা (ইসলামি আইন শাস্ত্র) পড়েছেন মুফতি ইউসুফ তাওলুভির নিকট ভারতের ‘দারুল ইফতা মাহমুদিয়া’য়। কর্ম : লেখকের কর্মজীবন শুরু হয় মারকায যায়েদ বিন সাবেত (রা.) ঢাকায় আরবি ভাষা বিভাগে অধ্যাপনার মাধ্যমে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সু-প্রসিদ্ধ মাদরাসা মদিনাতুল উলুম মাহমুদিয়ার মুহাদ্দিস ও আরবি ভাষা বিভাগের প্রধান হিসেবে কর্মরত। এ ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরবি ভাষা ও খত্ত্বে রোকআর প্রশিক্ষক হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। লেখালেখি : লেখকের বাবাও একজন লেখক ও সাহিত্যমনস্ক মানুষ। তাঁর বিদগ্ধ তত্ত্বাবধান ও সযত্ন দিকনির্দেশ লেখককে গড়ে উঠতে সাহায্য করেছে। ছেলেবেলায় বুকসেলফে সাজিয়ে রাখা লেখকের বাবার পুরোনো বইগুলো কৌতুহলী মনে পাঠের মধ্যদিয়ে সাহিত্য ও লেখালেখির প্রতি প্রবল আগ্রহ জন্মে। সে আগ্রহ থেকেই সাহিত্যের নানা বিষয়ে প্রচুর পড়াশোনা ও লেখালেখির শুরু। লিখেছেন কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও কলাম। বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও ইসলামিক ম্যাগাজিনে নিয়মিত লিখে চলেছেন। প্রকাশিত গ্রন্থ : ‘মুহাম্মাদ (সা.) দ্যা কিং অব হিউম্যানিটি’ ও ‘প্র্যাক্টিসিং মুসলিম সোসাইটি’।