হজ এবং বাইতুল্লাহর ইতিহাস প্রায় ৪০০০ বছর পূর্বের। হজের কার্যক্রমগুলোও অনেক সুন্দর। আমাদের নবিজি স.-এর পূর্বপুরুষ হলেন, হজরত ইসমাইল আ.। ইসমাইল আ.-এর পিতা ছিলেন হজরত ইবরাহিম আ.। ইবরাহিম আ. ছিলেন আল্লাহ তায়ালার বিশেষ বন্ধু। ইব্রাহিম আ. আল্লাহর নির্দেশে সন্তান ইসমাইল আ.-কে নিয়ে তৈরি করেন বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর। তারই মাধ্যমে হজের ঘোষণা পৌঁছে দেন পৃথিবীর প্রান্তে প্রান্তে। সেই থেকে মানুষ আজও পর্যন্ত এক মধুর আকর্ষণে ছুটে যায় কাবার পানে। আল্লাহর নির্দেশে ইবরাহিম আ.-এর সেই ডাকে সাড়া দিয়ে মুহাম্মদ স.-এর শেখানো পদ্ধতিতে বর্তমান সময়ে প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষাধিক মুমিন মুসলমান হজব্রত পালন করেন। br মদিনায় আমাদের প্রিয় নবির রওজা মুবারক তো রয়েছেই। এই বইয়ে আমরা সেই হজের কথাই বর্ণনা করব। জানবো হজের ইতিহাস, নিয়মাবলি ও শিক্ষার কথা। তুলে ধরব হজের সাথে সম্পর্কিত বিভিন্ন স্থান ও স্থাপনার বিবরণ ও ঘটনা। এলাহি ভরসা... হজ এবং বাইতুল্লাহর ইতিহাস প্রায় ৪০০০ বছর পূর্বের। হজের কার্যক্রমগুলোও অনেক সুন্দর। আমাদের নবিজি স.-এর পূর্বপুরুষ হলেন, হজরত ইসমাইল আ.। ইসমাইল আ.-এর পিতা ছিলেন হজরত ইবরাহিম আ.। ইবরাহিম আ. ছিলেন আল্লাহ তায়ালার বিশেষ বন্ধু। ইব্রাহিম আ. আল্লাহর নির্দেশে সন্তান ইসমাইল আ.-কে নিয়ে তৈরি করেন বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর। তারই মাধ্যমে হজের ঘোষণা পৌঁছে দেন পৃথিবীর প্রান্তে প্রান্তে। সেই থেকে মানুষ আজও পর্যন্ত এক মধুর আকর্ষণে ছুটে যায় কাবার পানে। আল্লাহর নির্দেশে ইবরাহিম আ.-এর সেই ডাকে সাড়া দিয়ে মুহাম্মদ স.-এর শেখানো পদ্ধতিতে বর্তমান সময়ে প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষাধিক মুমিন মুসলমান হজব্রত পালন করেন। br মদিনায় আমাদের প্রিয় নবির রওজা মুবারক তো রয়েছেই। এই বইয়ে আমরা সেই হজের কথাই বর্ণনা করব। জানবো হজের ইতিহাস, নিয়মাবলি ও শিক্ষার কথা। তুলে ধরব হজের সাথে সম্পর্কিত বিভিন্ন স্থান ও স্থাপনার বিবরণ ও ঘটনা। এলাহি ভরসা...
একজন হাফেজ আলেম। শিক্ষক, লেখক ও এক্টিভিস্ট। জন্ম ১৯৯৩ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। বেড়ে ওঠা গ্রামে ও প্রাথমিক পড়াশোনা মোজাহেদে আ’জম আল্লামা শামছুল হক ফরিদপুরি (রহ.) প্রতিষ্ঠিত দেশের ঐতিহ্যবাহী গওহরডাংগা মাদ্রাসায়। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে ফিক্বহে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক কারিকুলামে পরিচালিত স্বনামধন্যা একটি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।