জম্বি যুদ্ধ ছিল মানব ইতিহাসের অবর্ণনীয় ভয়াল এক পরিস্থিতি। যুদ্ধের সেই বছরগুলোয় জীবিতদের অভিজ্ঞতা টুকে রাখার জন্য আমেরিকা এবং বিশ্বজুড়ে ভ্রমণ করেছিলেন ম্যাক্স ব্রুকস। তিনি ছুটে বেড়িয়েছিলেন ক্ষতিগ্রস্ত শহরগুলি থেকে পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং অনাবাদী এলাকায়। তিনি জম্বিদের মুখোমুখি হওয়া পুরুষ, মহিলা এবং কখনও কখনও বাচ্চাদের কথা লিপিবদ্ধ করেছিলেন। মানব ইতিহাসে এর আগে এমন ভয়ানক প্লেগ সম্পর্কিত কোন বাস্তবভিত্তিক নথি লেখা হয়নি। ইউনাইটেড ফেডারেশন অফ চীন-এর এখনকার কুখ্যাত গ্রাম নিউ দাচং, যেখানে বারো বছর বয়সী প্যাশেন্ট জিরো'র সাথে মহামারী সংক্রান্ত পথ চলা শুরু হয়েছিল,সেখান থেকে ভয়ংকর শীতল নামহীন উত্তর বনাঞ্চল হয়ে দক্ষিণ আফ্রিকা, যেখানে রিডেকার প্ল্যান কিছুটা হলেও আশা জাগিয়েছিল। সেখান থেকে পশ্চিমের দ্য রকিস অঞ্চল যেখানে উত্তর আমেরিকার ধ্বংস থেকে পরিত্রাণের জোয়ার অবশেষে শুরু হয়েছিল, এই অমূল্য বইটি সেই সময়কালকে প্রতিফলিত করে যাকে অভিহিত করা হয় "জম্বি যুদ্ধ" নামে। সর্বোপরি, বইটি যুদ্ধ চলাকালীন সময়ে ভয়ার্ত মানুষের অভিজ্ঞতাকে ধারণ করে। এই ব্যক্তিগত ভয়ংকর অভিজ্ঞতাগুলির মুখোমুখি হওয়ার জন্য পাঠকের পক্ষ থেকেও কিছুটা সাহসের প্রয়োজন হবে।