আহমেদ বাসার তরুণ কবি। তারুণ্যের স্বতঃস্ফূর্ত আবেগ আর সবকিছু তছনছ করে দেবার একটা প্রবল মনোভঙ্গি তার কাব্যচিন্তায় তীব্রভাবে ক্রিয়াশীল। জীবন ও জগতকে ভিন্নভাবে দেখার অদম্য আকাক্সক্ষা আহমেদ বাসারকে এই সময়ের মধ্যেই চিহ্নিত করতে সহায়ক হয়েছে। তিনি বাংলা বর্ণের নানা অভিঘাত আত্মস্থ করে শব্দের গায়ে নতুন পোশাক পরাতে সচেষ্ট। আহমেদের কবিতা বেশ নির্মেদ। সবচে বড়ো কথা বাসার নিজের অনুভবকে সর্বজনীন করতে উদগ্রীব। এই মাতৃভ‚মি, এই স্বদেশ আর প্রিয় এই শহরে নবজাতকের জন্য কী পরিণাম, কী ভয়ংকর দৃশ্য অপেক্ষা করছে আহমেদ বাসার তা বলছেন দারুণ দক্ষতায়- ওহ! এসে গেছো? পৃথিবীর শ্রেষ্ঠ যানজটের শহরে তোমাকে স্বাগত হে ভ্রণশিশু যতদ্রæত পেরিয়ে এসেছো জরায়ুমুখ ততোটাই মন্থর তোমার জন্মশহর তোমার জন্য অপেক্ষা করছে হা-মুখো ম্যানহোল যত্রতত্র আবর্জনার স্ত‚প আর শব্দদূষণের মহোৎসব প্রত্যহ কাক আর মানুষের ময়লা ছোঁড়ার প্রতিযোগিতা দেখে তুমি সত্যিই খুব মজা পাবে জসীমউদ্দীন ত্রিশের দশকে শহরের মানুষকে গ্রাম-বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমন্ত্রণ করেছিলেন তার নিমন্ত্রণ কবিতায়। প্রায় আশি বছর পরে আহমেদ বাসার নাগরিক জীবনের ক্লেদ দেখতে নিমন্ত্রণ করছেন অনাগতকে। সুকান্ত আশীর্বাদ করেছিলেন ভ‚মিষ্ঠ নবজাতককে। আহমেদ বাসার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে ব্যবহার করেন একে ফরটি সেভেন। বেøডের তীক্ষèতায় হেঁটে বেড়ানো গেরিলারা শত্রæর অপেক্ষায় ওঁৎ পেতে থাকে তার কবিতায়। অতি ব্যবহারে ক্লিশে শব্দগুলোও ইমেজের নতুন পোশাকে চমকে দিতে চায় পাঠককে। আমাদের মতো তৃতীয় দুনিয়ার দেশগুলোতে নয়া- ঔপনিবেশিক শক্তির সহযোগী সংস্কৃতিজনরা ললিপপ মার্কা কবি ও কবিতার পৃষ্ঠপোষক। আহমেদ বাসার ঐ ধরনের কবিতাকে অগ্রাহ্য করার চেষ্টা করছে এটা আশার কথা। এ গ্রন্থের কবিতাগুলো সমকালীন ও নান্দনিক।
কবি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আহমেদ বাসার এর জন্ম ৪ জুন ১৯৮২ সালে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামে। পিতা আবদুল হাই ও মাতা আসমা খাতুন। সহধর্মিণী সানজিদা আক্তার ইমু। দুই কন্যা ওয়াসিয়া তাজনূর বারিষা ও ওয়াসফিয়া নাজরীন এষা। বিজবাগ এন. এ কলেজ থেকে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়য়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। শামসুর রাহমানের কবিতা নিয়ে গবেষণা করে এম,ফিল ডিগ্রি অর্জন করেছেন ২০১২ সালে। রাজউক ইত্তরা মডেল কলেজের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত। ছোটবেলা তেকেই লেখালিখির সূচনা। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক, সাহিত্যপত্র ও ছোটকাগজে নিয়মিত লেখেন। প্রকাশিত গ্রন্থ দশটি।