সমার্থশব্দের অন্ত্যমিল নিবিড় গ্রথন, সুনিপুণ ভাষা কারুকার্যের বিম্বঅবয়ব। ভাষা-সাহিত্য, কাব্য, বিরচনস্পন্দে সমার্থশব্দের অন্ত্যমিল মর্মতুলির বহুমাত্রিক সরস ব্যঞ্জনা, যুগে-যুগে বিভিন্ন গবেষণাকর্মী, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিকের লেখনিতে সুকুমার শিল্পস্বরূপ আকর হয়ে আছে।
ভাবার্থ ও ছন্দরীতির বহুমুখীতায় সমার্থ ও প্রযুক্তশব্দের ব্যাবহারিক প্রয়োগ সূত্রের ন্যায় বলয়-বন্ধনে নিরূপিত নয়। বিষয়, প্রসঙ্গ ও ভাবার্থবোধ ভিন্নতায় এর প্রকাশও হয় ভিন্ন যেমন ঃ পার্থক্য, তারতম্য, প্রভেদ সমার্থশব্দ-এর ব্যাবহারিকে যেমন আমরা লিখি একে অপরের পার্থক্য, তরলের উষ্ণতার তারতম্য, কিংবা বর্ণগত প্রভেদ তদাস্থলে এমনটি নয়- একে অপরের তারতম্য, তরলের উষ্ণতার পার্থক্য, কিংবা সময়ের প্রভেদ!! বাণী, বার্তা, বাতাবরণ সমার্থশব্দের ক্ষেত্রে ভাবার্থ প্রকাশে এর ব্যাবহারিকরূপ উপদেশ বাণী, আদেশ বার্তা, গুঞ্জন বাতাবরণ এমনই হয় বরং এমনটি নয় উপদেশ বার্তা, আদেশ বাতাবরণ, গুঞ্জন বাণী!!
সৃজনশীল বাংলাচর্চায় ও ঋদ্ধদিব্য বিরচনে আগ্রহী পাঠক ও শিক্ষার্থীদের বিবিধ সহায়ক গ্রন্থের প্রয়োজন হয়; গ্রন্থটি বাংলা সমার্থ-প্রযুক্তশব্দের কিয়ৎচয়ন ও অন্ত্যমিলযোজন অনুভূমিক পারম্পর্যে একটি নাতিদীর্ঘ পরিশীলনী। বাংলামাধ্যম ও দেশীয় ইংরেজী শিক্ষা মাধ্যমসমূহে মাতৃভাষা বাংলাচর্চায় নিবন্ধটি- ক্ষুদ্র প্রয়াস।