চিরায়ত বিশ্বসাহিত্য: কিশোর গল্প গ্রন্থে ঊনবিংশ ও বিংশ শতকের বিশ্বনন্দিত কথাশিল্পীদের মধ্য থেকে দশজন লেখকের চৌদ্দটি গল্প সংকলিত হয়েছে। গ্রন্থটিতে মৌখিক রীতির কোনো প্রাচীন গল্প না থাকার পরও একে চিরায়ত বলা হচ্ছে কারণ, এতে যে দশজন লেখকের গল্প রাখা হয়েছে তারা প্রত্যেকে একবিংশ শতকের বর্তমান লিখিত ধারায় সমগ্র বিশ্বসাহিত্যে ক্ল্যাসিক বা চিরায়ত কথাশিল্পীর মর্যাদা লাভ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ তাঁর রচিত আঙ্গিকের উদ্ভাবকও বটে। উদাহরণ স্বরূপ বলা যায়, এডগার অ্যালান পো বিশ্বসাহিত্যে গোয়েন্দা গল্পের জনক; তেমনি এইচ.জি. ওয়েলসকে জুলস ভার্ন ও হুগো জার্নসব্যাক এর সাথে “বৈজ্ঞানিক কল্পকাহিনির জনক” বলা হয়। এই মহান গল্পকারদের সাথে আমাদের নবীন পাঠককে পরিচয় করানো এ গ্রন্থের অন্যতম উদ্দেশ্য। গ্রন্থটির গল্পগুলো বাছাইয়ের ক্ষেত্রে শিশু-কিশোরদের উপযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। শিশুকিশোর উপযোগিতার সূচক হিসেবে প্রচলিত রীতিই অনুসরণ করা হয়েছে; অর্থাৎ, কথাশিল্পের যে রীতিগুলোকে সাধারণত কিশোরগল্প বলা হয়, যেমন: গোয়েন্দা গল্প, নীতিগল্প(ঋধনষব), বৈজ্ঞানিক কল্পকাহিনি, শিশু মনত্বাত্তিক গল্প, প্রভৃতি ধারার গল্প এ গ্রন্থে সংকলন করা হয়েছে। উল্লেখ্য, প্রত্যেকটি গল্পে পাঠ আনন্দ লাভের পাশাপাশি তা যেনো শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক হয়ে ওঠে সে বিষয়ও খেয়াল রাখা হয়েছে। আশা করা যায়, গল্পগুলো নবীন পাঠককে মুগ্ধ করবে এবং তাদের মানবিক চরিত্র গঠনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করার জন্য ‘বাউণ্ডুলে’ প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা সেই সকল সম্পাদককে যাদের আগ্রহে বিভিন্ন সময়ে এই গল্পগুলো অনুবাদ করা হয়েছে। বন্ধু ও শুভাকাক্সক্ষী যারা এ গ্রন্থ অনুবাদ ও সংকলনে সহযোগিতা করেছেন, পরামর্শ ও উৎসাহ প্রদান করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাহমুদ মিটুল মিরপুর, ঢাকা
জন্ম ১৪ নভেম্বর ১৯৮৬ বাকেরগঞ্জ, বরিশাল প্রাতিষ্ঠানিক শিক্ষা: ইংরেজি ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর পেশা শিক্ষক, লেখক ও অনুবাদক প্রকাশিত গ্রন্থ মুমূর্ষা ও গোঙানি (কবিতা; আগুনমুখা; ২০১২) বিস্ময় মুছে দিও না (কবিতা; আগুনমুখা; ২০১৩) গোল্ডেন কর্ডস: বব ডিলান (অনুবাদ; তিউড়ি; ২০১৮) নেতাজি সুভাষ চন্দ্র বসু (অনুবাদ; ঐতিহ্য; ২০২০) চিরায়ত বিশ্বসাহিত্য: কিশোর গল্প (অনুবাদ; বাউন্ডুলে; ২০২২) মুঘলদের একান্ত জীবন (অনুবাদ; অবসর; ২০২৩) সম্পাদনা বিজন অশ্রুবিন্দু (ছোট কাগজ)