প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রাব্বুল আলামিনের যার অশেষ মেহেরবাণীতে এই বইটি লিখা শেষ করতে পেরেছি। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রহমাতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শানে যার আনীত দ্বীন কায়েমের উদ্দেশে ক্ষুদ্র প্রচেষ্টা স্বরূপ এই বইটি লিখা। পাশাপাশি স্মরণ করছি প্রত্যেকটি মানুষকে যাদের অনুপ্রেরণায় আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে এত বড় একটি কাজ করার দুঃসাহস দেখিয়েছি। আর আপনাকে জানিয়ে রাখতে চাই, শুভাকাক্সক্ষী হিসেবে আপনিও আমার অনুপ্রেরণার বিরাট এক জায়গা দখল করে আছেন। আর যদি বইটি সম্পর্কে দুটি কথা বলতে চাই তাহলে বলতে পারি এই বইটি মূলত দর্শনের কিছু মৌলিক বিষয়ে স্বল্প জ্ঞান নিয়ে আমার একান্ত ব্যক্তিগত মতামত তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যেহেতু দর্শন যুক্তি-বুদ্ধি চর্চার জায়গা তাহলে এখানে ব্যক্তিগত মতামত কেন? এর প্রশ্নের উত্তরে বলতে পারি আমি আমার নাতিদীর্ঘ দর্শন চর্চার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি সেথায় তো ব্যক্তিগত মতামতের আধিপত্য ছাড়া আর কিছুই আমার চোখে পড়েনি। আর আমার এই দাবি অন্ধকারে ঢিল ছোড়ার মতো নয়। তারপরও বইটি আপনার কাছে ভুলে ভরা দর্শনের একটি বই মনে হতে পারে। বিশ্বাস করবেন কি না জানি না যদি এই ঘটনাটি ঘটে থাকে তাহলেই আমি সার্থক। তাই ভবিষ্যতে এই বিষয়টি বিস্তারিত আলোচনা নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে, ইনশাআল্লাহ। বলে রাখা ভালো এক্ষেত্রে ব্যতিক্রম দেখতে পারেন গতানুগতিক ধারার। কারণ এখানে আমি শুধু আমার একচেটিয়া ব্যক্তিগত মতামত দিয়ে আলোচনা-সমালোচনার দরজা বন্ধ করে দেইনি। আপনার জন্য রয়েছে প্রত্যেকটি লেখা শেষে একটি বিশেষ জায়গা যেখানে আপনি তুলে ধরবেন বিষয়ভিত্তিক আপনার ব্যক্তিগত মতামত ও সমালোচনা। আর এই বইয়ের লেখক হিসেবে অধিকার নিয়ে বলতে চাই আপনার করা মূল্যবান মতামত ও সমালোচনা পাঠিয়ে দেবেন আমার ঠিকানায়। কেননা আপনার মূল্যবান মতামত ও সমালোচনাই আমার পরবর্তী লেখার মূল পাথেয়। তো এতটুকু দাবি তো আপনার কাছে করতেই পারি, তাই নয় কি?