সুন্দর একটি ক্যারিয়ার গড়ার স্বপ্ন আমরা সবাই দেখি। কিন্তু ক্যারিয়ারের পরিকল্পনায় আমরা খুব বেশি একটা সময় ও গুরুত্ব দেইনা। বাস্তবিক অর্থে আমাদের মধ্যে অনেকেরই একটি লিখিত ক্যারিয়ার পরিকল্পনা নাই। ক্যারিয়ারে প্রবেশের অন্যতম চাবিকাঠি হচ্ছে চাকরির ইন্টারভিউ। কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে কয়েকটা ধাপ পর্যায়ক্রমে সাফল্যের সাথে কৃতকার্য হয়েই কেবল ইন্টারভিউতে যাওয়ার সুযোগ পাওয়া যায়। আমাদের অনেকেরই ধারণা কেবল মাত্র বিষয় ভিত্তিক জ্ঞান এবং কিছু ডিগ্রির সনদপত্র হলেই ইন্টারভিউয়ের গণ্ডি পেরিয়ে চাকরি নামক সোনার হরিণটির দেখা পাওয়া যাবে। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল ও চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতার দেশে এবং আধুনিক মানব সম্পদের চর্চায়, বর্তমানে কেবল পুঁথিগত বিদ্যা আর সনদপত্রের জোর ছাড়াও অন্যান্য আরও অনেক বিষয় নিয়োগকর্তারা একজন চাকরি প্রার্থীর মাঝে খোঁজেন। যেমন- চাকরি প্রার্থীর কমিউনিকেশন দক্ষতা, ব্যক্তিগত সাজশয্যা, পোশাক পরিচ্ছেদ, আদব-কায়দা বা ভদ্রতা, শারীরিক ভাষা (বডি ল্যাঙ্গুয়েজ) এবং অন্যান্য আরও অনেক কিছু। কিন্তু অধিকাংশ চাকরি প্রার্থীরই এসব বিষয় নিয়ে অজ্ঞতার কারণে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ইন্টারভিউতে সফলতার মুখ দেখেন না। এইসব বিষয় নিয়ে ধারাবাহিক বিস্তারিত আলোচনা ছাড়াও কিভাবে নিজের একটি সিভি লিখতে হয়, কিভাবে আবেদনপত্র তৈরি করতে হয় এবং ছাত্রজীবনেও কিভাবে চাকরির অভিজ্ঞতা অর্জন করতে হয়, তার বিশদ বর্ণনা লেখকের বাস্তব অভিজ্ঞতায় এই বইয়ের ভিত্তি।