নগ্ন পায় হেঁটে যায় বাংলাদেশ— কাব্যগ্রন্থের নামকবিতাটি এক ভয়াল নিস্তব্ধ সময়ের আখ্যান। কবিতাটিতে বিধৃত আছে করোনাকালে সংগ্রামরত উন্নয়নশীল একটি দেশের শ্রমজীবী মানুষের কষ্টের গল্প। শোষণের কোরাসই যেখানে মূখ্য, মানুষের মর্যাদা থেকে যায় উপেক্ষিত। করোনা-মহামারী পেরিয়ে পৃথিবী একদিন স্বাভাবিক হয়ে উঠবে। কারন কোনো বিষাদসময়ই চিরস্থায়ী নয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও চরম ঝুঁকির মুখ থেকে উতরে গেছে এ-দুঃসময়। ভাবীকালের মানুষ হয়তো জানবেও না একুশ শতকে কী এক আশ্চর্য, অচেনা, উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক-জাগানিয়া সময় পেছনে ফেলে এসেছে গোটা পৃথিবীর মানুষ। প্রতিমুহূর্তে তাড়িয়ে বেড়িয়েছে একটি অদৃশ্য ভাইরাসের আতঙ্ক। বিশ্বযুদ্ধের ভয়াবহতার চেয়ে কোনো অংশে কম নয় এ-ভয়াল সময়। কী সংগ্রাম এবং সংকটের মধ্য দিয়েই না গেছে মানুষ, সমাজ, সভ্যতা ও রাষ্ট্র। কবি আলমগীর শাহরিয়ারের কবিতায় নিছক নান্দনিক-কল্পনা বা ভাবনার বিস্তার নয়, সস্তা জনপ্রিয়তা-সর্বস্ব নয়; বরাবরই তাঁর লেখায় গভীর দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ফুটে ওঠে। উপরন্তু, কাব্যগ্রন্থের অন্য কবিতাগুলোতে বরাবরের মতো আছে কবির নস্টালজিক হৃদয়ের আর্তি, মানুষের চিরকালীন হৃদয়ানুভূতির কথা, প্রাণ ও প্রকৃতির জয়গান।
আলমগীর শাহরিয়ার একজন কবি, প্রাবন্ধিক ও গবেষক হিসেবে সুপরিচিত। জন্ম জল-জোছনার জনপদ সুনামগঞ্জের ছাতকে। শৈশব-কৈশোর কেটেছে সিলেটের বিশ্বনাথে। ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সিলেট সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। বিশ্ববিদ্যালয় জীবনে একজন কৃতী বিতার্কিক ও সংগঠক হিসেবে সুপরিচিত ছিলেন। বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব (BHDC)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রাবস্থায় দৈনিক মানবজমিন-এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে গবেষণা-সহযোগী হিসেবে কাজ করেছেন একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। বর্তমানে কর্মরত আছেন বিশ্বসাহিত্য কেন্দ্র ঢাকায়। একজন লেখকের আত্মপ্রকাশের দীর্ঘ প্রস্তুতি থাকা দরকার বিশ্বাস করেন বলেই প্রথম কাব্যগ্রন্থ 'নিদাঘ দিনের গান' প্রকাশ হয় লেখালেখি শুরুর প্রায় এক দশক পর ২০২০-এ। হয়ে ওঠে পাঠকপ্রিয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখেন। প্রকাশ হয়েছে অনেক পাঠকনন্দিত কলাম। সাংগঠনিক কার্যক্রমের জন্য নানা সম্মাননা পেয়েছেন। 'এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ'-এ কলেজ পর্যায়ে সিলেট অঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবসহ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন। ব্যক্তিজীবনে মানুষ নানা কিছু হবার বাসনা পোষণ করলেও আলমগীর শাহরিয়ার আকৈশোর একজন লেখক হবার স্বপ্নই ফেরী করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে প্রকাশিত 'রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা' তাঁর প্রথম গবেষণাগ্রন্থ।