একজন সক্ষম মানুষ জীবনের একটা বড় অংশ কর্মস্থলে অতিবাহিত করে। কর্মস্থলের সুযোগ-সুবিধা এবং মানবিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয় প্রতিটি কর্মী এবং বস। বিশেষ করে নিয়োগদাতা বস যদি হন মানবিক তাহলে সুন্দর পরিবেশে প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য অর্জিত হয়। আর বস যদি হন জটিল আর অমানবিক তাহলে হালভাঙা নৌকার মতো অবস্থা হয় প্রতিষ্ঠানের। ‘বস বিড়ম্বনা’ গ্রন্থের মূল কেন্দ্রবিন্দু হলো ‘বস’। অফিসভেদে এমনকি মানুষভেদে একেকজন বস একেক কিসিমের। কেউ ভালো কেউ মন্দ। কেউ সহজ সরল কেউ-বা জটিল। পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে ‘বস বিড়ম্বনা’-এর গল্পগুলোকে সাজিয়েছি। প্রতিটি গল্পের জন্য রয়েছে আলাদা আলাদা প্রেক্ষাপট। প্রতিটি গল্পই রম্যরসে ভরপুর। ‘বস বিড়ম্বনা’ পড়ে সম্মানিত পাঠকরা একদিকে যেমন বিনোদন পাবেন, অন্যদিকে দীর্ঘ অভিজ্ঞতার ফসল হিসেবে একধরনের অফিসিয়াল সিক্রেসির নির্যাস পাবেন, যা একজন মানুষকে প্রতিষ্ঠানের নিয়ম-নীতির সাথে পরিচয় করিয়ে দিতে সহযোগিতা করবে। যোগ্য কর্মী হিসেবে গড়ে উঠতে পথ দেখাবে। বিশেষ করে যারা বসের সান্নিধ্যে আছেন এবং যারা ভবিষ্যতে বসের সংস্পর্শে যাবেন তাদের জন্য গ্রন্থটি হবে একটি আদর্শ গ্রন্থ।