ভূমিকা: নৈঃশব্দের প্রাণোচ্ছল ছন্দে একজন কবির বিশ্বজোড়া অবগাহন। যেখানে কবিতার মৃদুলয়ে কবি মাত্রেই প্রতিক্ষীত সময়ের ভাজখোলা রোদ্দুর ডিঙিয়ে পথ হাটেন। এক আকাশ সাহসী স্বপ্নের আহ্বানে অন্তরাত্মাকে আন্দোলিত করে তুলতে প্রেম, পরিণয়, মানবতার অশ্রু বিসর্জনে প্রকৃতির শ্যামলিমায় নিজেকে উপস্থাপিত করেন একজন কবিতাচারী হিসেবে। কবিতা সে তো নিজেই জীবনকে ছাপিয়ে জীবনের ছবি হয়ে ওঠে লেখনীর পূর্ণতায়। প্রেম-বিরহ-স্বদেশ-যুদ্ধ-সাহস-নদী-পাহাড়-প্রকৃতি-মানুষ যাই-ই হোক না কেনো বিষয়! কাব্যলোকে সুজনে-কূজনে হাতে হাত রেখে সময়ের অদৃশ্য পাতায় চিরায়ত দৃশ্যের বহুরূপী প্রতীকী অথচ দীপ্যমান ব্যঞ্জনা এক হয়ে যায়—কেবলই কবির কবিতায়। সজল মনির তার প্রতিটি কবিতায় পূর্ণ আবেদনে পাঠকের কাছে নিজেকে সঁপে দিতে ব্যাকুল হয়েছেন। খুনসুঁটিতে প্রতিটি শব্দকে গেঁথেছেন সুখের অসুখে আড়াল হওয়া লাজুক পালকীতে। আর বিমোহিত করার প্রত্যয়েই বোধকরি পাঠকের হৃদয়ে শব্দের পর শব্দের গাঁথুনীতে কাব্যকলার ইমারত গড়তে ব্যস্ত রেখেছেন নিজেকে। শব্দ-অলংকার-ছন্দ-রীতি-দ্বন্দ্ব-উপমার ভুল কিংবা সঠিকের মাত্রায় আবিষ্ট করে ভিন্নতার শাখায় ভর করে বিচিত্রতার নোনা-মিঠা স্বাদে ‘প্রেম করা বউ’ গ্রন্থটিকে তিনি করেছেন অনন্য। অনবদ্য চৌকাঠের স্বতঃস্ফূর্ত আলিঙ্গনে বিপ্লবী ভিড়ে থেকেও সজল মনির তার লেখনীতে প্রেমকে মুক্ত করেছেন সহজ সমীকরণের ধৈর্য্যশীল আস্থায়। প্রেমিক যুগলের আরাধ্য তৃষ্ণার বিবর্তিত লুকোচুরিতে মন ভালো করা সীমানাহীন মধ্যরাত হিসেবে উপস্থাপন করেছেন 'প্রেম করা বউ' গ্রন্থটি। অস্থির সময়ের আলোকিত সজীবতার পরশে তরুণ-যুবা-প্রবীণের স্মৃতিময়তায় পাঠকের কাছে গ্রন্থটি সমাদৃত হবে বলে আশা করছি। জান্নাতুন নিসা কবি ও কথাসাহিত্যিক
জন্ম : ২২ মার্চ ১৯৭৬। পৈত্রিক নিবাস : পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর সাহাপুর গ্রাম। বাবা : মোঃ আবুল কালাম আসাদ, মাতা: মোনোয়ারা আসাদ। নয় ভাই বোনের মধ্যে সপ্তম। স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র নিয়ে তার সংসার। চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, পাকশী থেকে এসএসসি, নটরডেম কলেজ, ঢাকা থেকে এইচ.এস.সি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ভারত থেকে অর্থনীতিতে সম্মান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও মার্কেটিং-এ এমবিএ।