বিস্মৃত ঐতিহাসিক গল্প বইটিতে খ্রিস্টপূর্ব ১১৮৪-১১৯৪ সালে সংঘটিত ট্রোজান এবং গ্রীকদের মধ্যে সংঘটিত যুদ্ধ শেষে পরাজিত ট্রয়বাসী বীর ঈনিযাড-এর নেতৃত্বে কিভাবে ল্যাটিন রাজ্যে রোম নগরী প্রতিষ্ঠা করেছিল বর্ণিত হয়েছে। দাহিরনামায় খ্রিস্টীয় ৭১২ সালে মুহম্মদ বিন কাসিমের সাথে যুদ্ধে রাজা দাহিরের যুদ্ধ ও পরাজয়। রাজা ও বিশ্বাসী বালক গল্পটির ঘটনাবলী মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর জম্মের মাত্র ৯০ বছর আগে অর্থাৎ ৪৮০ খ্রিস্টাব্দে লেবাননে সংঘটিত হয়। দ্বিখণ্ডিত চাঁদ গল্পের বিষয়বস্তু মহানবীর হিযরতের ৫ বছর পূর্বের অর্থাৎ ৬২৭ সালে মক্কার কুরাইশরা নবীকে তাঁর নবুওয়্যতের নিদর্শন দেখানোর জন্য চাঁদকে দ্বিখণ্ডিত করতে বললে তিনি আল্লাহর ইচ্ছায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। নালন্দা থেকে নেপালী রাজদরবার গল্পের ঘটনার সময়কাল ১১৯৭-১২০০ সালের মধ্যে। গণহত্যা ও মরিস্কোদের নির্বাসন গল্পের বিষয়বস্তু ১৪৯২ সাল এবং এর পরবর্তী রাজা ফার্ডিনান্ড কর্তৃক মুসলিম গণহত্যা ও মুসলিমদের স্পেন থেকে বিতাড়ন। ক্যারিবীয় স্বজনদের খোঁজে গল্পের সময়কাল ১৭৭৭-১৯০০ শতকের সময়ে ভারতে নীল চাষের ফলে বঞ্চনা ও নীল চাষ করতে অস্বীকৃতি জ্ঞাপনকারী কৃষকদের ক্যারীবীয় দ্বীপে নির্বাসনের কাহিনী হতে আধুনিককাল পর্যন্ত। জাহান্নাম থেকে মুক্তি গল্পের বিষয়বস্তু ২০১৩-২০১৯ পর্যন্ত আইএসের উত্থান ও পতন। মানুষ ইতিহাসকে ভুলে যেতে পছন্দ করে এবং ইতিহাসের পুনরাবৃত্তি হয়। তাই নিঃসন্দেহে এই বইয়ের গল্পগুলো ‘বিস্মৃত ঐতিহাসিক গল্প’।