আমাদেরও জীবনের সাথে খুব নিবিড় ভাবে সম্পর্কযুক্ত বহু সত্য কথা আমরা চাইলেই সহজে বলতে পারি না। এ বলতে না পারার পিছনে যে ব্যর্থতা রয়েছে তার মূল বিষয়- আমাদের সমাজ ব্যবস্থায় সত্যতা গোপন করার প্রচেষ্টায় মিথ্যাকে আশ্রয় প্রদান করা। সত্যকে গ্রহণ না করে সত্যতা থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাওয়া। আমরা কিছু মানুষ দিন- দিন অন্যের ভুল দেখেও সে ভুলের প্রতিবাদ না করে, ভুলের ঘোরে অন্ধ হয়ে অন্ধের মত আলোর খোঁজ না করে স্বাভাবিক ভাবে জীবন পরিচালিত করছি, অথচ সে চলন্ত সভ্যতার অন্ধ জীবন খুবই ভয়াবহ ও দুর্বিষহ। আজ আমাদের যে সত্য কথা বলতে ভয় হয়, আজ আমরা সমাজে যে মিথ্যাকে আশ্রয় দিয়ে থাকি, আজ আমরা যে ভুল দেখেও কোন প্রতিবাদ না করে চুপিসারে জেগে ঘুমিয়ে থাকি, আলোর খোঁজহীন অন্ধত্বের এ জীবন কাল বা কোন কালের জন্যই শুভকর নয়। “পরিচিত পথের শব্দ” এমন একটি সত্যতা বহন করে যে সত্য সবার চোখের সামনে সংঘটিত হয়, যে সত্য আমরা অনেকেই খুব অনায়াসে মেনে নিয়েছি, যে সত্য চিরসত্যের কথা বলে। বোবা রং মঞ্চের এ অস্থায়ী রঙিন পৃথিবীর বুক থেকে একদিন চলে যেতেই হবে, চলে যাওয়ার আগে একবার হলেও মন থেকে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, আলোকে আলো, অন্ধকারকে অন্ধকার বলার সৎ সাহসে সাহসী হোক আমাদের জীবন মনপ্রাণে একান্ত প্রত্যাশা।
এম.এ হান্নান জন্মস্থান- লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা। কৈশোরে লেখালেখির হাতেখড়ি। সাহিত্যচর্চাকে নেশা হিসেবে নিয়ে দেশ-বিদেশি ছন্দে কবিতা লেখা এবং অণুগল্প, ছোটগল্প, প্রবন্ধ, নিবন্ধসহ বহুমাত্রিক লেখা লিখে থাকেন। সাহিত্যচর্চায় অনুপ্রাণিত হয়ে আত্মনিয়োগ- পরিচালক, দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন (বাংলাদেশ সরকারকর্তৃক অনুমোদিত)। প্রতিষ্ঠাতা পরিচালক- বাংলা সাহিত্য ও সাহিত্যিক পরিষদ। সম্পাদক- ফাউন্ডেড লিটারেচার (সাহিত্য ম্যাগাজিন)। প্রতিষ্ঠাতা- মসজিদ ভ্রমণ (গ্রুপ)। বিভিন্ন সাহিত্য পত্রিকা, লিটল সাহিত্য ম্যাগাজিন, অনলাইন সাহিত্য ম্যাগাজিনে নিয়মিত কবিতা লিখছেন। প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ “রক্তসিঁড়ি" দ্বিতীয় প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ "অরুনোদয়"। প্রথম একক প্রকাশিত উপন্যাস "প্রেম"। এছাড়াও আরো বহু গ্রন্থ প্রকাশের অপেক্ষায়...