বিচিত্র বিষয়ের সর্বগ্রাসী পাঠক ও প্রায় চার দশকের সাহিত্যযাত্রী ফারুক ফয়সলের মননদীপ্তি মানুষ ও প্রকৃতির পর্যবেক্ষণে; কারণ মানবজীবনই তাঁর প্রধান আকর। সাম্প্রতিক কালের পত্র-পত্রিকায় উপস্থিতিতে তিনি অবিরল। গ্রন্থরূপ দানে উদাসীনতা থাকলেও প্রবন্ধ, উপন্যাস, ছোটগল্প, কবিতা ও সম্পাদিত গ্রন্থ সব মিলিয়ে ফারুক ফয়সলের বইসংখ্যা দশটি। ‘রাজহাঁসের পালকের নিচে’ তাঁর দ্বিতীয় কবিতা-সংকলন। মানুষ ও মানবিকতা, প্রেম ও প্রণয়, সমাজ সংসার ও বাৎসল্য, দ্বন্দ্ব ক্ষমতা ও রাজনীতি এবং সাম্প্রতিক সর্ববিনাশী করোনা প্রভৃতি বিচিত্র অনুষঙ্গ সুশৃঙ্খল ও সুবিন্যস্ত আকারে যুক্ত হয়েছে এই কবিতা-সংকলনে। সৃষ্টির সৌন্দর্য ও আনন্দ, মায়া প্রেম ও দায় এই কবির মননে প্রদীপ্ত !
বাচিক শিল্পেও ফারুক ফয়সলের রয়েছে মেধা ও মননিক শ্রমের দীর্ঘ সক্রিয়তা। স্বকণ্ঠে ধারণকৃত দুটি ভিন্ন ধারার আবৃত্তি-অ্যালবাম এর নিদর্শন। এর মধ্যে রয়েছে ‘কবিতার শরীর বেয়ে’ ও ‘কালের অমৃতধারা’ নামীয় আবৃত্তি-মাধ্যমে উপস্থাপনকৃত কবিতার মালাগ্রন্থি তথা যাপিত সময়পটভূমির পর্বান্তরে কবিতার ইতিহাস। আর তাঁর সম্পাদিত প্রথম আলো উত্তর আমেরিকার ‘কবিতার এক পাতা’ তো এ সময়ের বাংলা কবিতার অন্যতম সেরা আয়োজন।