সুলতানা রাজিয়া ১৯৫২ সালে ইতিহাসে এমএ ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এবং পরে টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি ডিগ্রি লাভ করেন। তাঁর প্রায় সব ভাই-বোনই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ নিজ পেশায় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। বিবাহসূত্রে দার্শনিক সরদার ফজলুল করিমের চলার পথের সঙ্গী হন। তাঁর জীবন-আলেখ্য ‘স্মৃতির কুসুম মালিকা’ গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল যেখানে তিনি তাঁর ক্সশশব, ক্সকশোর, তারুণ্য- সর্বোপরি কমিউনিস্ট এবং দার্শনিক সরদার ফজলুল করিমের জীবনসঙ্গী হিসেবে অসাধারণ সব অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন। ইতিহাসের পাতায় ইলতুতমিশের প্রথম সন্তান সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর একমাত্র মহিলা শাসক এবং সাহসী যোদ্ধা। আর ‘স্মৃতির কুসুম মালিকা’র লেখক সুলতানা রাজিয়া দার্শনিক সরদার ফজলুল করিমের সংগ্রামী জীবনের চলার পথের সঙ্গী এক অসাধারণ সাহসী যোদ্ধা ছিলেন। নিভৃতচারী সুলতানা রাজিয়াকে কমিউনিস্ট সরদার ফজলুল করিমের সাথে পথ চলতে গিয়ে পার হতে হয়েছে জীবনের অনেক চড়াই উৎরাই। সংসার সংগ্রামে ‘ক্লান্ত সংগ্রামী’ দিনান্তে লিপিবদ্ধ করেছেন তাঁর দিনলিপি। এখানে তিনি তাঁর সময়, তাঁর প্রিয় কিছু ব্যক্তিত্বের স্মৃতিচারণ, দার্শনিক সরদার ফজলুল করিমকে নিয়ে আলাপচারিতা এই সব প্রসংগগুলো নিয়ে লিখে গেছেন যারা সেই সময়কে, সরদার ফজলুল করিমের জীবনধারাকে জানতে আগ্রহী এ স্মৃতিচারণমূলক দিনলিপি তাঁদের অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করবে বলে আশা করছি।
Title
সুলতানা রাজিয়ার দিনান্তের দিনলিপি : জীবনসঙ্গী সরদার ফজলুল করিম ও অন্যান্য প্রসঙ্গ