ভূমিকা ছোটরা কেউ কেউ খুব অ্যাডভেঞ্চার প্রিয় হয়। তাদের ইচ্ছে করে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে নির্জন কোনও দ্বীপে পৌঁছে অচেনা কোনও রহস্যকে আবিষ্কার করতে । মানুষের পা পড়েনি এমন কোনও পাহাড় চূড়ায় উঠে খুব কাছ থেকে আকাশ দেখতে । গভীর কোনও বনভূমিতে ঢুকে মানুষখেকো গাছের সন্ধান করতেও ইচ্ছে করে। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে এইসব অ্যাডভেঞ্চার বেরিয়ে পড়া তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে অ্যাডভেঞ্চারের স্বাদ তারা পূরণ করতে চায় অ্যাডভেঞ্চার গল্প পড়ে। সে রকম অনেক গুলো গল্প পাওয়া যাবে এই বইতে। আমি নিশ্চিত গল্পগুলো পড়তে পড়তে অ্যাডভেঞ্চার প্রিয় শিশু কিশোররা কল্পনায় চলে যাবে গল্পগুলোর কেন্দ্রবিন্দুতে। প্রতি মুহূর্তে আছন্ন হবে গা কাঁটা দেয়া উত্তেজনায়। অ্যাডভেঞ্চার গল্পের সঙ্গে অনেকগুলো গোয়েন্দা গল্পও পাওয়া যাবে এই বইতে। সেই সব গল্প ছোটদেরকে নিয়ে যাবে অন্য ধরনের এক আকর্ষণীয় জগতে। সব মিলিয়ে ‘ছোটদের প্রিয় অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা গল্প’ এক দুর্দান্ত ভাললাগার বই। বইটি তোমাদের নিশ্চয় ভাল লাগবে। ইমদাদুল হক মিলন
১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্ম। লেখনীশক্তির পাশাপাশি তার রয়েছে নাট্যরচনায় পারদর্শিতা। বর্তমানে বাংলাদেশের মূলধারার সংবাদপত্র ‘কালের কন্ঠ’-এর সম্পাদক পদেও নিয়োজিত রয়েছেন তিনি। শিশুতোষ গল্প দিয়ে সাহিত্য অঙ্গনে এ গুণী লেখকের প্রবেশ, যা প্রকাশিত হয়েছিলো ‘কিশোর বাংলা’ নামক এক পত্রিকায়। তবে পাঠকের নজরে পড়েছিলেন ‘সজনী’ নামের ছোট গল্প লিখে। খুব অল্প বয়সে তিনি লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ফলে তার লেখার বিষয়বস্তুতে কোনো জটিল সমীকরণের দেখা মিলতো না, পাঠককে বিমল আনন্দ দেয়ার উদ্দেশ্যে প্রথমদিকে তিনি ভাবগাম্ভীর্যপূর্ণ বিষয়গুলোকে পরিহার করেছিলেন। তবে পরবর্তীতে ইমদাদুল হক মিলন এর বই সমূহ-তে মুক্তিযুদ্ধ, হাজাম সম্প্রদায়ের জীবন, প্রবাসী শ্রমিকদের দুঃখগাথা, পাটচাষী, গ্রাম বাংলার সমাজের এক নিখুঁত চিত্রও ফুটে উঠতে দেখা যায়। এ প্রসঙ্গে লেখকের বক্তব্য, তিনি নিজেই লেখার এরকম বিপরীতধর্মী দুটি ধরন আপন করে নিয়েছেন, আর এক্ষেত্রে তার অণুপ্রেরণা ছিলেন সমরেশ বসু। ইমদাদুল হক মিলন এর বই সমগ্র-তে স্থান পেয়েছে প্রায় দেড় শতাধিক নাটক এবং প্রায় দু’শো উপন্যাস। শিশুতোষ গল্প এবং ভৌতিক উপন্যাস রচনাতেও তার জুড়ি নেই। এই বৈচিত্র্যপূর্ণ সৃষ্টিশীলতার কারণে বাংলা উপন্যাস ইমদাদুল হক মিলন এর কাছে কৃতজ্ঞ। শুধু বাংলাদেশ না, পশ্চিমবঙ্গেও তার সমান জনপ্রিয়তা রয়েছে। দুই বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তার বহুল পঠিত উপন্যাস হলো ‘নূরজাহান’। এছাড়াও ইমদাদুল হক মিলন এর উপন্যাস সমগ্র বিভিন্ন পাঠকপ্রিয় উপন্যাসে ঠাসা। তাঁর কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘জিন্দাবাহার’, ‘নিঝুম নিশিরাতে’, ‘যাবজ্জীবন’, ‘কালাকাল’, ‘কালো ঘোড়া’, ‘ভূমিপুত্র’, ‘পরাধীনতা’, ‘কে’, ‘তাহারা’, ‘ভূতের নাম রমাকান্ত কামার’ ইত্যাদি। দেশি-বিদেশি নানা সম্মানজনক পুরস্কারের পাশাপাশি ২০১৯ সালে তিনি একুশে পদক পান।