অনেক দুর্গম চিত্রকল্প নির্মাণ করেছেন কবি হামিদী- যার মধ্যে অনেক অর্থস্তর আছে সঙ্কেত আছে আমাদের আটপৌরে রোজকার যাপন-টুকরো দিয়ে গাঁথা- যেখানে পাঠকের নিবিড় মগ্নতায় বাধ্য হয়ে দ্রবীভূত হয় এক তীব্র বিহবল আগ্রাসন [...] দুর্গম জটিল চিত্রকল্পের গহন অরণ্যে অবধারিত পাঠককে অমোঘ চুম্বকে টেনে নিয়ে যান দুর্নিবার আকর্ষণে [...] সাধু- অসাধু শব্দের মিশেলে আজকের বাংলা সাহিত্যে বিরল এক সম্পূর্ণ নিজস্ব কাব্যশৈলী তৈরি করেছেন কবি হামিদী। [...] “Man is least himself when he talks in his own person. Give him a mask, and he will tell you the truth. " (Oscar Wilde) দাড়িপাল্লা হাতে কালো কাপড়ে চোখ বেঁধে সত্য প্রকাশের রীতি বিচারালয়ে। কবিরও দায় সত্য কথনের একমাত্র মুখোসের আড়াল থেকে লেখা হয় বলেই শেষ অবধি কবি ও পাঠক উভয়ের কাছেই কবিতা সৎ ও সার্বজনীন। [...] কিন্তু হামিদীর কবিতার চরিত্রও কবি হামিদীর মতো স্বতন্ত্র। [...] শুধু তৎসম শব্দই নয়, কবি হামিদী বিশ্বায়ন পরবর্তী সময়ের কবি, তাই বিদেশী আদব ও শব্দ আমার দেশজ আঙ্গিকে অনায়াস আত্মীকরণে প্রবল মুন্সিয়ানা তাঁর- [...] শ্রেষ্ঠ শব্দাবলীর শ্রেষ্ঠ বিন্যাসে সৃষ্ট কবিতা সময়ের সাথে সাথে শ্রেষ্ঠ বিবর্তনের পরেও সাহিত্যের সবচেয়ে সূক্ষ এবং জটিল শাখা। কেননা কবিতার মধ্যে শব্দাবলী সচরাচর নতুন অর্থের ব্যঞ্জনায় বহুমাত্রিক। আর এখানেই দক্ষ শিল্পীর সার্থক কারুকাজ। শিল্পী-কবি খালেদ হামিদীকে সশ্রদ্ধ কুর্নিশ- কারণ, এ বই পড়ে ইতিমধ্যেই আমি আরো অনেকের মতো ঋদ্ধ হয়েছি ও মানুষ হিসেবে আরো দীর্ঘকায় হয়ে উঠেছি। বাঙলার প্রতিটি শোবার ঘরে খুব শিগগিরই আপনার কবিতা বৃষ্টি হয়ে ঝরে এই আশায় রইলাম। ---পল্লববরন পাল
খালেদ হামিদীর জন্ম : ২৪ জানুয়ারি ১৯৬৩ আব্দুস সাত্তার কাস্টমস কালেক্টর বাড়ি, বাদামতলী, আগ্রাবাদ, চট্টগ্রাম স্ত্রী- মােশরেখা সুলতানা শাহী কন্যা- অন্বেষা তানহা হামিদী পুত্র- অন্বয় আশিক হামিদী, শিক্ষা : স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পেশা : প্রকাশনা বিভাগের প্রধান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রকাশিত গ্রন্থ ক': আমি অন্তঃসত্ত্বা হবাে (১৯৯৯)। হে সােনার এশীয় (২০০৪)। মুখপরম্পরা (২০০৭) ধান থেকে শিশু হয় (২০১০) স্লামডগ, মিলিয়নার নই (২০১৩) 'গল্প : আকজিআঙুল নদীকূল (২০১২) । উপন্যাস : সব্যসাচী (২০১৬) প্রবন্ধ : কবির সন্ধানে কবিতার খোঁজে (২০০৭)। অনুবাদ : ওঅল্ট হুইটম্যানের কবিতা (২০১৬)।