প্রবন্ধসাহিত্যের পাঠ ও চর্চা-বিশেষ করে সাহিত্যসমালোচনামূলক সাহিত্যের ক্ষেত্রটা-বাংলাদেশে যথেষ্ট অবহেলিত পর্যায়ে আছে। সমালোচনা সাহিত্যের প্রভাব সৃজনশীল সাহিত্যেও পড়ে। সমালোচনা সাহিত্য বা সাহিত্যের একাডেমিক পাঠ দুই ভাবে কাজ করে-এক. সৃজনশীল লেখককে তাঁর রচনার দুর্বলতার পাশাপাশি সম্ভাবনার দিকটি দেখিয়ে দেয়। দুই. পাঠকের মধ্যে সাহিত্যরুচি সৃষ্টি করে তার সামনে একটি টেক্সটের সম্ভাব্য উপযোগগুলো উন্মোচন করে। তাই বর্তমান গ্রন্থটি মননশীল, সৃজনশীল লেখকদের পাশাপাশি সাহিত্যের সাধারণ পাঠকদের জন্যও উপকারী পাঠ হিসেবে বিবেচিত হতে পারে।
মোজাফ্ফর হোসেন একইসঙ্গে কথাসাহিত্যিক, অনুবাদক ও সাহিত্য-সমালোচক। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বিশ্বসাহিত্য ও সাহিত্যের একাডেমিক পাঠ তাঁর সাহিত্যচর্চার অন্যতম প্রধান বিষয়। কথাসাহিত্য, সাহিত্যের ন্যারেটিভ, ডায়াসপোরা সাহিত্য, সমালোচনা সাহিত্য, তুলনামূলক সাহিত্য, সাহিত্যের তত্ত্ব ও বিশ্বসাহিত্যের বিবিধ প্রসঙ্গ ধরে মোজাফ্ফরের লেখা প্রবন্ধগুলো একসঙ্গে গ্রন্থিত হলো। সাহিত্যের কিছু জটিল বিষয়-এবং বাংলাদেশে অনালোচিতও বটে-এখানে সহজভাবে নির্মেদ গদ্যে উপস্থাপিত হয়েছে। তাই পাঠকমাত্রেই বইটির রস আস্বাদন করতে সমর্থ হবেন।
কথাশিল্পী-প্রাবন্ধিক ও অনুবাদক মোজাফ্ফর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগে কর্মরত। প্রধানত কথাসাহিত্যিক। দুই বাংলার অন্যতম পাঠকপ্রিয় ছোটগল্পকার। পাশাপাশি সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি আছে। 'তিমিরযাত্রা' উপন্যাসের জন্য কালি ও কলম সাহিত্য পুরস্কার, 'পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প' বইয়ের জন্য ব্রাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার, 'অতীত একটা ভিনদেশ' গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার এবং 'স্বাধীন দেশের পরাধীন মানুষেরা' গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার ও বৈশাখি টেলিভিশন পুরস্কারে ভূষিত হন। মোজাফফরের গল্প ইংরেজি, হিন্দি, ইতালি, নেপালি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে।