২৮ আগস্ট, ২০১০। তখন সময় কা'টা, এই রাত দশটা মতো হবে। শনিবার রাত্রির এই শেষ প্রহরটা সাংবাদিক নিক গ্রিনস্লেড কাটান তার কর্মরত প্রতিষ্ঠানেরই ট্যাবলয়েড পত্রিকা 'নিউজ অব দ্য ওয়ার্ল্ডের' প্রথম সংস্করণ পড়ার আশায়। সেদিন প্রতীক্ষাটা ছিল আরও বেশি তীব্র। কেননা বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শুনছিলেন, এই রবিবার 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড' বোমা ফাটাতে চলেছে।
সত্যিই বোমা ফেটেছিল। এতদিন ক্রিকেট মাঠে নো-বলকে খেলায় ঘটা দৈব ভুল বলেই জানতেন নিক। সেদিন জানলেন, চাইলে ভুলগুলো মানবিকও বানানো যায়, অর্থের কাছে নিজেকে বিকিয়ে দিয়ে ইচ্ছাকৃত নো-বল করা যায়। মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির, সালমান বাট আর তাদের এজেন্ট মাজহার মজিদ মিলে ঠিক তা-ই করেছিলেন, জন্ম দিয়েছিলেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনার।
কেমন করে এমন কাণ্ড ঘটালেন তারা, কীভাবেই বা জানাজানি হলো তাদের এই কীর্তিকলাপ, কী হয়েছিল তাদের পরিণতি; সবকিছুই সবিস্তারে জানতে চেয়েছিলেন নিক গ্রিনস্লেড। জানার পর বাকি বিশ্বকে জানানোটাকেও মনে করেছেন নৈতিক দায়িত্ব। ফলতঃ লেখা হলো, "দ্য থিন হোয়াইট লাইন: দ্য ইনসাইড স্টোরি অব ক্রিকেট'স গ্রেটেস্ট স্ক্যান্ডাল।"