সোহানার পুতুল, লাল বেলুন, গল্প হলেও সত্যি, মা এবং ওরাও বন্ধু এই পাঁচটি গল্প নিয়ে ফারহানা তানিয়ার বই ‘ছোটদের হরেক রকমের গল্প’। পাঁচটি ভিন্ন ধারার গল্প। গল্পের অবয়ব ছোট। ভাষা সাবলীল। বিষয়বস্তু চমৎকার। ‘সোহানার পুতুল’ গল্পে শিশুদের শৈশবের সুন্দর আনন্দময় জীবনের অনন্য চিত্র তুলে ধরেছেন। দ্বিতীয় গল্প ‘লাল বেলুন’। এতে একটি শিশুর আকাক্সক্ষাকে ফুটিয়ে তুলেছেন। ‘গল্প হলেও সত্যি’ আমাদের মহান মুক্তিযুদ্ধের এক অসাধারণ ভাবনার প্রকাশ। ‘মা’ গল্পে মমতাময়ী মায়ের প্রতি শিশুর যে ভালোবাসা তাই ফুটে উঠেছে এবং ‘ওরাও বন্ধু’ গল্পে নির্মল বন্ধুত্বের সঙ্গে করোনাকালীন চিত্র উঠে এসেছে। ৪০ পৃষ্ঠার এ বইটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি ২০২২ সালে। বইটির কাগজ ও বাঁধাই উন্নতমানের। প্রতিটি গল্পের সাথে রয়েছে একাধিক আঁকা ছবি। ফারহানা তানিয়া একজন নবীন লেখক হলেও তার ভাবনার ব্যাপ্তি ও গল্প বুননেন দক্ষতা মুগ্ধ করে। দৈনন্দিন জীবনের ছোট ছোট অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন গল্পে। শিশুমন বোঝা খুব কঠিন। তাদের কী ভালো লাগে, কী করলে আনন্দ পাবে সেগুলো ঠিক আগে থেকে বোঝা যায় না। আমাদের দেশের স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীরা এখন আর বইয়ের প্রতি তেমন মনোযোগী নয়! প্রযুক্তির আগ্রাসন আর নানামুখী শিক্ষার প্রসারে সৃজনশীল পাঠ্য বই থেকে তারা ক্রমেই দূরে সরে আসছে। তাদের মূল্যবোধ, আবেগ, অনুভূতি ও সুকুমারবৃত্তির চর্চার জায়গা খুব ক্ষীণ হয়ে আসছে! বইটির গল্পগুলো খুব সচেতনভাবে লেখা। গল্পের বাক্য, ভাষা ও চরিত্রগুলোকে আমাদের ব্যাবহারিক জীবনের খুব কাছাকাছি নিয়ে আসা হয়েছে। প্রতিটি গল্পেই রয়েছে একধরনের মনস্তাত্তি¡ক ও কল্পনার শিল্পরস। শুধু চরিত্র সৃষ্টি আর কিছু সংলাপের মধ্য দিয়ে যে গল্পের পরিপূর্ণতা আসে না; তা এ বইটির লেখক ফারহানা ভালোভাবেই বোঝেন। তাই তার গল্পে বর্ণনা ও একধরনের মোটিভেশন লক্ষণীয়। মূলত শিশুসাহিত্যের প্রভাব তখনই আসে যখন সেটা শিশুমনে দাগ কাটতে পারে। যখন তাদের স্বপ্ন আর আশার সাথে মিলে যায় কোনো গল্প কবিতা ছড়া; তখনই সেটা সফল হয়ে ওঠে। আশা করি এ বইয়ের খুদে পাঠকদের মনোজগতে গল্পগুলো দাগ কাটতে পারবে। তবে এর আগে বই সংগ্রহ করে একাধিকবার পাঠ করতে হবে। একাধিকবার এই কারণে পাঠ করতে হবে যে, একবার পড়লেই আবার পড়তে ইচ্ছে করবে।