আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে সফল সেল্সম্যান হওয়ার সম্ভাবনা। আমরা শুধু সঠিক দিক-নির্দেশনা ও বিক্রয় কৌশল সম্পর্কে না জানার কারণে সফল সেল্সম্যান হতে পারি না। অনেক সময় নিজেকেও নিজের উপস্থাপন করতে হয়। কিভাবে নিজেকে উপস্থাপিত করবেন? কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হবে। পণ্যের উপস্থাপনা, উপস্থাপনার নানা মাধ্যম এবং যারা রোদ-বৃষ্টিতে ভিজে নিজের টার্গেট এর পেছনে ছুটে বেড়ান, যারা সেল্স টার্গেট নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন কিভাবে অর্জন করবেন কোম্পানি দেওয়া এই সেল্স টার্গেট? জানতে পারবেন সেল্স টার্গেট অর্জন করার কিছু কার্যকরী পদ্ধতি। যার মাধ্যমে আপনি শুধু সেল্স টার্গেট অর্জন করবেন না, অনেক বেশি সেল্স করতে পারবেন, আপনাকে দেওয়া টার্গেট এর চেয়ে। এছাড়াও শিখতে পারবেন ইউনিক ইউনিক বিক্রয় কৌশল, সাফল্যের গোপন রহস্য, জীবনবৃত্তান্ত(ঈঠ) তৈরির কৌশল, বিক্রয় পেশায় সাফল্য অর্জনের কলা-কৌশল এবং সেল্স এ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য। নবীনÑপ্রবীণ সব ধরনের বিক্রয় পেশাজীবীদের কথা বিবেচনায় রেখেই বইটির অধ্যায়গুলো সাজানো হয়েছে; যা আপনাকে একজন দক্ষ এবং উদ্যমী সেল্সম্যান হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
আব্দুর রাজ্জাক, জন্ম ১০ আগস্ট ১৯৭২ সালে। পৈতৃক নিবাস চাদপুর জেলার উত্তর মতলব উপজেলা, মোহনপুর গ্রামে। বাবা: মোহাম্মদ মোশারফ হোসেন, শিক্ষা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত)। কর্মস্থল: দেবিদ্বার উপজেল, কুমিল্লা। মাতা: রওশন আরা বেগম। তার শৈশব-কৈশোর কেটেছে কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভায়। স্ত্রী: তাহমিদা সুলতানা (পুষ্প), সহকারি শিক্ষিকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িচং উপজেলা, কুমিল্লা। তিন মেয়ে শাহজাদী বিনতে রাজ্জাক (হৃদি), নওশীন, সাবিহা। আব্দুর রাজ্জাক ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০১ সালে জে. এন্ড. জে এসেনসিয়াল প্রোডাক্টস লিমিটেড কোম্পানিতে টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে যোগ দেন। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড, (কিউট কস্মেটিকস) কোম্পানিতে জোনাল সেলস ম্যানেজার এবং বনফুল গ্রুপ অব কোম্পানিতে ডিভিশনাল সেলসম্যানেজার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে একটি শীর্ষস্থানীয় কোম্পানিতে ন্যাশনাল সেল্সম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। চাকরিরত অবস্থায় তিনি বিভিন্ন খণ্ডকালীন ও দীর্ঘমেয়াদি সেল্স অ্যান্ড মার্কেটিং-এ প্রশিক্ষণ গ্রহণ করেন। আব্দুর রাজ্জাক সুদীর্ঘ ২০ বছরে শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিতে বিক্রয় ও বাজারজাতকরণ বিভাগে চাকরিকালীন যে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং পেশাগত প্রশিক্ষণ পেয়েছেন, সে সবই এই বইয়ের পাতায় পাতায় পুনর্বিন্যাস করেছেন। বিক্রয় পেশায় যারা নতুন বা পুরাতন এবং যাদের প্রশিক্ষণ গ্রহণের কোনো সুযোগ নেই, নেই কোনো সহায়ক নির্দেশিকা, তাদের অবশ্যই সংগ্রহে রাখার মতো একটি বই। তার লেখা প্রথম গ্রন্থ প্রকাশিত হয় একুশে বইমেলা, ২০২০, 'বিক্রয় এবং বিক্রয়বৃদ্ধির কৌশল'। 'বিক্রয় পেশায় উন্নত ক্যারিয়ার গড়ার সূত্র' তাঁর দ্বিতীয় গ্রন্থ।