'ট্র্যাগন' একটি যুদ্ধের গল্প। লড়াই, ভালবাসা এবং বিশ্বাসঘাতকতার গল্প। ট্র্যাগন - আধুনিক বিশ্বের উন্নতর আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, যার কাজ ছিল টেরোরিজম শেষ করা। বদলে সে যখন নিজেই টেরোরিস্টে পরিনত হয়, তখন পৃথিবীর রূপ বদলে যায়। প্রি-ট্র্যাগন কালে টেরোরিস্টরা অতিমাত্রায় শক্তিশালী হয়ে উঠে, করে দেশ দখল করার মতন কাজও। তাদের রুখতে 'ব্ল্যাকফোর্স' নামে স্পেশাল ফোর্স গঠন করা হয়। ব্ল্যাকফোর্স যুদ্ধের পাশাপাশি এরা ইন্টালিজেন্সের কাজও করে। ট্র্যাগনেরর ক্ষমতা দখলের পর এই ব্ল্যাকফোর্সরাই সাধারণ মানুষের বিপক্ষে যুদ্ধ শুরু করে। শুরু হয় সিভিল ওয়ার। ট্র্যাগনকে রুখতে একা ঝাঁপিয়ে পড়ে সে, নাম পরিচয়হীন ব্ল্যাকফোর্সের প্রাক্তন কমান্ডো ও স্পেশাল অপারেটর। একাই ট্র্যাগনের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করার চেষ্টা চালায়। কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স আর ভয়ংকরতম ব্ল্যাকফোর্সের বিরুদ্ধে একা কি করবে সে? যাযাবর হয়ে পালিয়ে বেড়ায় সে সাহারা মরুভূমির আনাচে কানাচে, ব্ল্যাকফোর্স আর টহলরত ড্রোনের চোখ ফাঁকি দিয়ে। কিন্তু ঘটনাক্রমে খোঁজ পায় তার মতন ট্র্যাগনের বিরুদ্ধে যুদ্ধরত গেরিলা দল শ্যাডো ফোর্সকে। একজন দক্ষ নেতার অভাবে তারা এতদিন ঠিকঠাক সুবিধা করে উঠতে পারেনি, আশার আলো জোগান দেয় সে। একদল সব হারানো সৈনিক, একজন প্রেমিকা, আর কমান্ডারের সাহায্যে আবার ঘুরে দাঁড়ায় সে। আঘাত হানা শুরু করে অসম্ভব শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত কি সম্ভব হয় ট্র্যাগনকে ধ্বংস করা? নাকি বিশ্বাসঘাতকতা আর চমকের স্বীকার হতে হবে তাদের? কালের গহব্বরে কি হারিয়ে যাবে তারাও?