"বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প শিরানামের বইটি বাংলাদেশের অর্জিত কিছু অনুপ্রেরণার সংকলন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত এই সংকলনটির প্রথম খণ্ডে প্রকাশিত হচ্ছে ২৫টি অনুপ্রেরণামূলক গল্প, যেগুলাে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একএকটি স্তম্ভ। ভবিষ্যতের পথে অতীত পঞ্চাশ বছরের অনুপ্রেরণাকে অন্তরে আঁকড়ে ধরে যেন এগিয়ে যাওয়া যায়, তরুণ সমাজকে যেন উজ্জিবিত করা যায় এমনই প্রত্যাশা এই প্রকাশনার। পরাধীনতার গ্লানি ভুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আত্মপরিচয়ে মাথা উঁচু করে বাঁচার সাহস অর্জন করে বাংলার মানুষ। আর বর্তমানে তাঁরই কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্বয়ংসম্পূর্ণ, সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশকে আধুনিক সােনার বাংলা হিসেবে গড়ে তােলার অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশের তরুণ প্রজন্ম। মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভ লগ্নে শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, স্থাপত্য, শিল্পকলা, খেলাধুলা ও আর্ন্তজাতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশপ্রেমিক মহানায়কদের আত্মত্যাগ ও একনিষ্ঠতার গল্পগুলােই বিশেষভাবে বইটিকে সমৃদ্ধ করেছে।