'অবিশ্বাস এক যাত্রা- এক জঙ্গী বৈমানিকের রোমাঞ্চকর কাহিনী' লেখকের মাই ইনক্রেডিবল জার্নি ইংরেজি বইয়ের বঙ্গানুবাদ। এ বইটি এক অকুতোভয় মানুষের গল্প বলছে, যিনি অত্যন্ত সাহসের সঙ্গে পাকিস্তান এয়ার ফোর্সে পাইলট হিসেবে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই দেশপ্রেমিক মানুষটি তাঁর দুর্দান্ত সব অ্যাডভেঞ্চারের কথা পরিষ্কারভাবে এবং দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন তাঁর বইতে যা পাঠকদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে মুগ্ধতায়। এই গ্রন্থটি যত না সাহিত্যনির্ভর, তার চেয়ে অনেক বেশী তথ্যনির্ভর। অসাধারণ তথ্য সমৃদ্ধ এ বইটি যারা এভিয়েশন জগতের সঙ্গে জড়িত তাদের খুবই কাজে আসবে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তারাও বইটি পড়ে যথেষ্ট উপকৃত হবেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে লেখক বাংলাদেশ বিমান বাহিনীতে ফ্লাইট কমান্ডার হিসেবে প্রথম ফাইটার স্কোয়াড্রনে যোগদান করেন। এখানে দীর্ঘদিন কাজ করার পরে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে তিনি অবসর গ্রহন করেন। লেখক বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিসেও অনেক দিন সেবা প্রদান করেছেন। সেখানে তাঁর যে অম্লমধুর অভিজ্ঞতা হয়েছিল এবং অসংখ্য প্রতিকূলতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তিনি যেভাবে টিকেছিলেন, সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা কোনো রোমাঞ্চ উপন্যাসের চেয়ে কম নয়! 'অবিশ্বাস এক যাত্রা- এক জঙ্গী বৈমানিকের রোমাঞ্চকর কাহিনী' গ্রন্থটিতে একজন মানুষের লড়াই, অ্যাডভেঞ্চার, আকাশে উড়বার অভিজ্ঞতা, জীবনের ভালো-মন্দ এবং উত্থান-পতনের প্রায় সবকিছুই অকপটে তুলে ধরা হয়েছে। লেখক নির্মোহ ভঙ্গিতে তাঁর গল্প বলার চেষ্টা করেছেন, যে অভিজ্ঞতা পাঠকদেরকে ইতিহাসের সাক্ষী করে দেয়!