আমার কথা পরিবারের সবার কথা মনে পড়ছে। আমার বাবা ও মাকে মনে পড়ছে। সুস্থ ও জীবিত আছেন দুজনই। এ ছাড়াও বড় দুলাভাই, আশরাফ ভাই, টিটু ভাই, মিন্টু ভাই আছেন। মুন্নী আপা, লাবণী আপা, শম্পা আপা, সুমি আপারা আপন বােনের চেয়েও অধিক সবসময়। শাওন আর প্রান্তিক নিজের ভাইয়ের চেয়েও অধিক সবসময়। সবচেয়ে বেশি মনে পড়ছে আমার নিরন্তর শুভাকাঙ্খী আমার বউ, বুবলি আর আমার ছােট ফুপু, হালিদা আহমেদ-এর (আম্মুলি) কথা। এ বইটি প্রকাশে আরও অনেকেই অনুপ্রাণিত করেছেন। প্রকাশককে ধন্যবাদ। নিউকলােনির ছােটবেলার প্রাণের বন্ধু অপু মাহফুজ এবং তার প্রতিষ্ঠান ঐক্য,কম.বিডিকে কৃতজ্ঞতা জানানাের ভাষা আমার জানা নেই। আমীরুল ভাই যা করেছেন, তা বলে। বা লিখে শেষ করা যাবে না। বইটি প্রকাশের জন্য তার আন্তরিকতা মনে থাকবে। ধ্রুব এষকে বিশেষ ধন্যবাদ দারুণ প্রচ্ছদের জন্য। প্রিয় সহকর্মী তানভীর দিনরাত খাটুনি করে বইটির সম্পাদনার কাজে নিযুক্ত থেকেছে। তাকে বারবার বিরক্ত করেছি আমি। বইটি প্রকাশে ইমরান পরশও অশেষ সহযােগিতা করেছে। আসাদগেট নিউকলােনির সবাই। নিউকলােনির মাঠ। নিউকলােনির প্রতিটি বালুকণা আমার জীবন। নিউকলােনি-ই আমার সব কিছু। নিউকলােনির সাবেক ও বর্তমান প্রতিটি সদস্য আমার আত্মার মানুষ। শত-হাজার-লাখ স্মৃতি। বন্ধু, বড় ভাই ও বােন যাদের কথা না বললেই নয়: রনি, দ্বীপু, আসাদ, সাকি, সুজন, পান্না, লিপু ভাই, রানা ভাই, সুমন বাবু ভাই, মিঠু ভাই, সান্টু ভাই, মাইনুল ভাই, বিপ্লব ভাই, নওশিন, আহবাব, আলভি, নাদভি। কার কথা বলে কার কথা ছেড়ে যাব? এদের পরম ভালােবাসায় আমি আজ এখানে। নিউকলােনির অনেক বন্ধু, গুরুজন আমাদের সঙ্গে আর নেই । অনেকে এখনাে আছেন। ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুলের সকল শ্রদ্ধেয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ বন্ধুদের কথা ভােলার কোনাে উপায় নেই। ফয়সাল, আরিফ, তাহমিদ, রুমি, রনি ছাড়াও আমাদের বিদ্যালয়ের বি-সেকশনের সব বন্ধুর জন্য ভালােবাসা। তাদের ভালেবাসাতে আমি সিক্ত থাকতে চাই চিরকাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সকল শ্রদ্ধেয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বন্ধু । বিশেষ বন্ধুদের মধ্যে এই মুহূর্তে মনে পড়ছে মুকুল, সাগর, তপু, ফাহিম, স্বর্ণা, সারাহ, শাম্মী, তিমা, আকরাম, বীথি, রাসেল, সুমি, হাসি, পিয়া, তুহিনের কথা। ধন্যবাদ হৃদয়ে মাটি ও মানুষ দলের বর্তমান ও সাবেক প্রতিটি সদস্যকে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ আমার কর্মস্থলের গুরুত্বপূর্ণ অভিভাবক, আমার গুরু। তাদের আশীর্বাদে পথ হাঁটছি, হেঁটে যেতে চাই তাদের আদর ও ভালােবাসায়। আমাকে সবসময় আগলে রেখেছেন চ্যানেল আই সংবাদের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, প্রিয় সহকর্মী মীর মাসরুর জামান রনি, আদিত্য শাহীন, আরেফিন ফয়সল, তারিকুল ইসলাম মাসুম, চকোর মালিথা, জহির মুন্না সবসময় পাশে থেকেছেন। চ্যানেল আই নিউজরুমের প্রতিটি সদস্য আলাদাভাবে আমার হৃদয়ে আছেন এবং থাকবেন চিরকাল । চ্যানেল আই অনলাইন আমার আর একটি হৃৎস্পন্দন। যারা ছিলেন এখানে এবং এখনও কাজ করছেন, তাদের ভালােবাসার কাছে আমি চিরঋণী হয়ে থাকব। তৌফিক আহমেদ নিউকলােনি, ফেব্রুয়ারি ২০২২