১৩ এপ্রিল, ১৯১৯ ব্রিগেডিয়ার জেনারেল ও’ডায়ারের সৈন্যদের দেখিয়ে দিলেন দেয়ালঘেরা জালিয়ানওয়ালাবাগের চত্বর থেকে বেরোনোর পথে যেখানে জনতার ভিড় বেশি, সেখানেই গুলি চালাও। দেয়ালের গোড়ায় জমল মৃত মানুষের স্তূপ, যারা কোনোভাবে দেয়াল ডিঙালেন, জখম নিয়ে সামনের গলিপথে নিষ্প্রাণ ঝরে পড়লেন। প্রায় চার মাস পর সরকার ঘোষণা করল মৃতের সংখ্যা ৩৭৯ আর আহত ১৯২ জন। বেসরকারি সূত্র অনুযায়ী মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে। বালক উধম সিং ঘটনাটি ভুলেননি, কিন্তু বালকের প্রতিশোধ নেবার সেই সুযোগ আর আসে না। গভর্নর চাকরি শেষে ও’ডায়ার স্বদেশ ব্রিটেনে ফিরে যান। উধম সিং কিছু অর্থ জোগাড় করে ইংল্যান্ডে আসেন। ২১ বছর পর। ১৩ মার্চ ১৯৪০ লন্ডনের ওয়েস্টমিনস্টারে ক্যাক্সটন স্ট্রিটের ওপর ক্যাক্সটন হলে গুলি চালালেন। উধম ভাবলেন, একসঙ্গে কয়েকজনকে পরপারে ঠেলে দেবেন। কিন্তু মৃত্যু কেবল তার প্রথম টার্গেট লেফটেন্যান্ট গভর্নর ও’ডায়ারকে টেনে নিয়েছে। তিনি আফসোস করেছেন যে সবগুলো গুলি কাজে লাগেনি। মার্ডার অ্যাট ক্যাক্সটন হল ও অন্যান্য ইতিহাস একালের পাঠকের এড়িয়ে যাবার কোনো উপায় নেই। এম এ মোমেনের লেখার সাথে যাদের পরচিতি আছে তারা জানেন কতোটা সুখপাঠ্য তার গদ্য।