বাংলাদেশের কিশোর বিচার ব্যবস্থায় আইনের সংঘাতে লিপ্ত শিশু-কিশোরদের অধিকার, কল্যাণ ও সুরক্ষা বিষয়ক কয়েকটি প্রবন্ধ নিয়ে এ বইটি পরিকল্পিত। এ সকল শিশু-কিশোরদের অপরাধ ভিন্ন পরিবেশে প্রাপ্তবয়স্কদের থেকে সম্পূর্ণ পৃথকভাবে বিচার ও সংশোধন করে দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিবারে এবং সমাজে পুনরায় স্বাভাবিক জীবন প্রতিষ্ঠা করাই হলো কিশোর বিচার ব্যবস্থার লক্ষ্য। যেহেতু শিশুরা খুব সহজেই পরিবেশ-পরিস্থিতির শিকার হয়ে অপরাধে জড়িয়ে পড়ে তাই তাদের বিচার কাজটা বেশ সংবেদনশীল। বাংলাদেশে শিশু-কিশোরদের অধিকার সুরক্ষার জন্য জাতিসংঘ শিশু অধিকার সনদের উপর ভিত্তি করে ২০১৩ সালে শিশু আইন প্রণীত হয়েছে। পাশাপাশি ১৯৭৪ সালের শিশু আইনটি রহিত করা হয়েছে। বইটিতে সংকলিত প্রবন্ধসমূহে অপরাধে জড়িত শিশু-কিশোরদের অধিকার রক্ষায় শিশু আইনের কার্যকারিতা, প্রবেশন আইনের প্রায়োগিক সীমাবদ্ধতা, সংশোধন ব্যবস্থা এবং বিকল্প পরিচর্যার বিষয়সমূহ পর্যালোচনা করা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের শিশু আইনের আলোকে প্রবন্ধসমূহ সংশোধিত ও পরিমার্জিত করা হয়েছে। পাঠকদের সুবিধার জন্য প্রবন্ধসমগ্র এবং প্রাসঙ্গিক আইনসমূহ পাঁচটি অধ্যায়ে সাজানো হয়েছে। প্রথম থেকে চতুর্থ অধ্যায়ে শিশু-কিশোর বিচার পদ্ধতি, প্রবেশন ব্যবস্থার গুরুত্ব, সংশোধনী প্রতিষ্ঠান এবং শিশু আদালতের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এছাড়া পঞ্চম অধ্যায়ে শিশু-কিশোর বিচার ব্যবস্থার প্রধান আইনসমূহ সংযোজন করা হয়েছে। বইটি গবেষক, আইনের শিক্ষার্থী, আইন পেশাজীবী, নীতি-নির্ধারক ও মাঠ পর্যায়ের কর্মী-সবার জন্য কাজে লাগবে। কাজে লাগবে সাধারণ পাঠকদেরও যারা এ বিষয়ে তাদের দৃষ্টিকে স্বচ্ছ এবং উদার করতে চান।