মুনিয়া বলল, “আচ্ছা তোমার ময়ূখের দেখা পেয়েছ এখনো?” “জানি না, মনে হয় পাইনি; অথবা পেয়েছি কিংবা কেউ আসলে ময়ূখের দেখা কখনই পায় না। “ময়ূখ অর্থ সুন্দর বা শোভিত, তাই না?” “হ্যাঁ, সুন্দর। শোভিত। জীবনভর আমি আমার এই সুন্দরের খোঁজ করে চলেছি। জীবনটা আমি যাপন নয়, উদযাপন করতে চেয়েছি।” “আচ্ছা কেউই কি এই সুন্দরের দেখা পায় না?”| “জানি না। এটাও জানি না যে, এ প্রশ্নের উত্তর কেউ জানে কিনা। আমি আমার প্রেয়সীদের মাঝে তাদের সাথে আমার সম্পর্কের মাঝে সম্পর্কের নির্যাসের মাঝে ময়ূখ খুঁজে বেড়িয়েছি। প্রেয়সীদের শব্দটী বহুবচন, শুনলে মনে হবে আমি প্লেবয়। কিন্তু বিশ্বাস করো, আমি ভালোবাসতে চেয়েছি। কেউ আমাকে বাসেইনি, অথবা বেসেছে; তবুও কোনো না কোনো সীমাবদ্ধতার কারণে চলে গেছে তারা আমাকে ছেড়ে।” প্রিয় পাঠক, আপনার হাতে যে উপন্যাসটি তার প্রধান চরিত্রটির নাম অবন্ত। পুরোটা জীবন ভালোবাসার সম্পর্কের মাঝে সুন্দরের কণা খুঁজে বেড়িয়েছে সে। তার জীবনের বাঁকে বাঁকে শাখে শাখে একাধিক ভালোবাসায় জড়িয়েছে। সুন্দরের খোঁজে। পেয়েছে কি? উহু, পাঠক, বলবো না। জানতে হলে বইটি পড়তে হবে। তবে একটা নিশ্চয়তা দিচ্ছি পাঠক, সহজ ভাষায় লেখা উপন্যাসটি পড়ে মজা পাবেন। জীবনের নির্যাস রয়েছে বইটির ভাঁজে ভাঁজে। এই নির্যাস আপনাকে কখনো হাসাবে, কাঁদাবে, উদ্বেলিত করবে। প্রিয় পাঠক, আমন্ত্রণ। ‘ময়ূখ’-এর ভুবনে প্রবেশ করুন আর নিজেকে ভিজিয়ে আনুন ময়ূখের নির্যাসে।
বর্তমানে দেশের গণমাধ্যমগুলোর মধ্যে সম্ভাবনাময় এবং গতিশীল গণমাধ্যম ড়ফযরশধৎ.হবংি এবং দৈনিক অধিকারের সম্পাদক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বরত আছেন তিনি। ২০১১ সাল থেকে তিনি কাজ করে যাচ্ছেন অনলাইন নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে। কয়েকটি অনলাইন পোর্টাল, বেশ কয়েকটি ই-কমার্স সাইটের সাথে সরাসরি সম্পৃক্ততা তাকে তখন থেকেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগ্রহী করে তুলেছে। তবে ২০১৮ সাল থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে তার আগ্রহের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে তার বর্তমান কর্মস্থল। তিনি বেশ কিছু ই-কমার্স উদ্যোগের ডিজিটাল মার্কেটিং এডভাইজার হিসেবেও কাজ করছেন। ইফেক্টিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং গ্রন্থটি লেখক তার দীর্ঘ পেশাদার অভিজ্ঞতা এবং তাত্ত্বিক জ্ঞানের ভিত্তিতেই রচনা করেছেন। এই গ্রন্থটি লেখার আগে লেখক বিগত বছরগুলোর বাস্তবিক অভিজ্ঞতার পাশাপাশি কয়েকটি ব্যবহারিক প্রফেশনাল কোর্স, আন্তর্জাতিক স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠান থেকে অনলাইনে কোর্স, গুগল গ্যারেজ থেকে তিনি ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেট কোর্স সফলতার সাথে সম্পন্ন করে নিজেকে আরও ঋদ্ধ করেছেন। একই সাথে তিনি এখন গুগল সার্টিফাইড। বিভিন্ন অঙ্গনে অবদান রাখায় এখন পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের হাত থেকে ৮টি সন্মাননা স্মারক তার ঝুলিতে জমা করেছেন। ২০১৩ সাল থেকে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি এবং এনআইএফটিতে খণ্ডকালীন শিক্ষকতাও করছেন।