বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভলগ্নে কিশোর বাংলা হাজির হয়েছে মার্চ, ২০২২ সংখ্যা নিয়ে। বন্ধুরা, ১৯৭১ সালে যে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের ভিত্তি স্থাপন হয়, সেই স্বাধীনতারই ৫০ বছর পূর্ণ হবে ২৬ মার্চ। এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দ ও গৌরবের। ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দিয়েছিলেন তাঁর বিখ্যাত ভাষণÑ “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”। তাঁর নেতৃত্বেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বাঙালি এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় বিজয়। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের আছে নিজস্ব পরিচয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের দেশের কল্যাণে, দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা করতে হবে। বন্ধুরা, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরে আরও গৌরবের সঙ্গে একদিন বাংলাদেশ পালন করবে স্বাধীনতার ১০০ বছর। বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধুর জন্মদিনও এই মাসেই, ১৭ মার্চ। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে স্বীকৃত। বন্ধুরা তোমাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই সবার কামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো।