টানা ৭টা জোকসের বই বের করা এখন পৃথিবীর ৭ম আশ্চর্যের কাছাকাছি ব্যাপার। সাত সাগর তেরো নদী পাড়ি দেয়া যতটা কঠিন, মাথার ঘিলু একাকার করে জোকসের বই লেখা তার থেকে বেশি কঠিন। তবুও সাত সতেরো না ভেবে, সাত পাঁচের ধার না ধেরে সাত নম্বর বইটা লিখেই ফেললাম। বরাবরের মত যত্তসব আজগুবি ঘটনা, উল্টা পাল্টা জোকস, উদ্ভট সব বাণী ও ফানি অবজারভেশন নিয়ে সাজানো হয়েছে বইটি। নতুন জোকসের সমাহারের সাথে আছে মোডিফাইড কিছু জোকস- যা যোগ করেছে এক নতুন মাত্রা। আশা করি আগের বইগুলোর মত এই বইটাও পাঠকের মন জয় করবে। তাহলে বইটি হবে আমার জন্য লাকি সেভেন। ভাল লাগলে নেবেন, না লাগলে গালি দেবেন। মো. তৌহিদ মানুষের মনের খোড়াক তৈরীর ছোট্ট এক প্রচেষ্টা। লেখায় রস তৈরা করা অনেক কঠিন একটি কাজ। লেখায় রস ফুটিয়ে তুলতে না পারলে তা প্রেমপত্র হয়ে যায়। লিখি আর হাসতে হাসতে ভাবি আমারই হাসি পায় না আর পাঠক কি করে হাসবে। এই ভেবে কেঁটে দিয়ে আবার লিখতে শুরু করি। নিজের লেখার পাশাপাশি কিছু জোক্স নতুন ফ্রেমে বন্দী করেছি এবং কিছু জোক্স ভাংচুর করে নতুন মোড়ক লাগিয়ে দিয়েছি। পাঠক মন লাগিয়ে পড়লে আশা করি হতাশ হবে না। হো হো করে না হলেও নতুন প্রেমে পড়ার মতো মনের অজান্তেই ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটে উঠবে। ফজলুল হক সাকি