বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অর্থই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কর্মময় জীবনালেখ্য। বর্তমান গ্রন্থটির কাল-পর্বও বঙ্গবন্ধুর কর্মময় রাজনৈতিক জীবনের সাথে উৎপ্রতভাবে সম্পর্কিত। তাই যখনই গ্রন্থটিতে উন্নয়ন ও বৈষম্যকে পাশাপাশি রেখে মুক্তিযুদ্ধের অর্থনৈতিক কিংবা রাজনৈতিক কারণ খুঁজার চেষ্টা করা হয়েছে তখনই বঙ্গবন্ধুর নামটি সবার আগে উচ্চারিত হয়েছে। লেখকও তাঁর গ্রন্থটিতে বঙ্গবন্ধুর সংশ্লিষ্টতা অত্যন্ত সততা ও মর্যাদার সাথে স্পষ্টভাবে তুলে ধরেছেন। লেখক গ্রন্থটিতে পূর্ব-বাংলা তথা পূর্ব-পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক অবস্থান ও ভূ-রাজনৈতিক গুরুত্বের বিষয়টি এবং ‘উন্নয়ন’ ও ‘বৈষম্য’ প্রত্যয় দু’টির সংজ্ঞা ও পরিচয় পাশাপাশি পর্যালোচনার পর ধারাবাহিকভাবে তৎকালীন জনগণের দুর্বিসহ জীবনযাত্রা ও বঞ্চনার চিত্র তথ্য-প্রমাণ সহকারে তুলে ধরেছেন। উল্লেখ্য, ৪৭’র দেশ ভাগের পরও কৃষি প্রধান পূর্ব-বাংলা তথা পূর্ব-পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে অপেক্ষাকৃত উন্নত হলেও সম্পদ পাচার ও শোষণের ফলে কীভাবে তা’ ক্ষয়ের পথে ধাবিত হয়েছিল ও পশ্চিম পাকিস্তান ফুলেফেঁপে উন্নত হয়েছিল বর্তমান গ্রন্থটিতে তা’ বিশেষভাবে মূল্যায়ন ও স্পষ্টীকরণ করা হয়েছে। শুধু তাই নয় এই সময়ে পূর্ব-বাংলা তথা পূর্ব-পাকিস্তানে কিছু কিছু উন্নয়ন ঘটলেও পশ্চিম পাকিস্তানের তুলনায় তা’ কতটা নগণ্য ছিল বর্তমান গ্রন্থটিতে তা’ তথ্য-প্রমাণসহ তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে লেখক যথেষ্ট বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়েছেন। গ্রন্থটির পঞ্চম অধ্যায়ে লেখক পাকিস্তান রাষ্ট্রের পতনের কারণ ও বাংলাদেশের অভ্যুদয়ের প্রসঙ্গটি পারস্পরিক সম্পর্কিত বলে বস্তুনিষ্ঠ তথ্য সহকারে ব্যাখ্যা করেছেন এবং এ ক্ষেত্রে ব্যক্তি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান মূল্যায়নের প্রয়াস পেয়েছেন। এখানে লেখক মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ক্রমপুঞ্জি অনুসরণপূর্বক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং গবেষণার আলোচিত সময়কালে চলে আসা বেশকিছু বিতর্ককে বস্তুনিষ্ঠ তথ্যের আলোকে খণ্ডন ও নির্মোহ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করেছেন। পরিশেষে লেখক ধারাবাহিকভাবে ১৯৫২-১৯৭১ সময়কালের সমসাময়িক পত্র-পত্রিকায় প্রকাশিত মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহের বেশকিছু সচিত্র প্রতিবেদন/তথ্য-উপাত্ত গ্রন্থটিতে সংযোজন করেছেন। মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক এই সকল তথ্য-উপাত্তের ভিত্তিতে রচিত গ্রন্থটি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও ইতিহাসে আগ্রহী সকলের নিকট গ্রহণযোগ্য হবে বলে আশা রাখি।
Title
মুক্তিযুদ্ধের কারণ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়