প্রসঙ্গকথা ঈশ্বরভাবনার বিবর্তন ও অন্যান্য প্রবন্ধ আমার প্রবন্ধ সংকলনের দ্বিতীয় গ্রন্থ। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু লেখা নিয়ে এই গ্রন্থটি সংকলিত হলো। লেখাগুলির মাধ্যমে বাংলা সাহিত্যের বিভিন্ন দিককে স্পর্শ করার চেষ্টা করা হয়েছে। লেখাগুলোকে পরিমার্জনা করার ইচ্ছে করা হয়েছে বারবার। কিন্তু আদিরূপ যথাসম্ভব রক্ষা করা সঙ্গত হবে ভেবে সে চেষ্টা থেকে বিরত থেকেছি। তবে লেখায় যথাসম্ভব সমতা আনার চেষ্টা করা হয়েছে। লেখাগুলি দেশ-বিদেশের বিভিন্ন গবেষণাধর্মী পত্রিকা ও সাহিত্যপত্রে প্রকাশিত হয়। এ গ্রন্থটি প্রকাশে আমাকে সময়ে সময়ে বিভিন্নভাবে উৎসাহ ও সহায়তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ও অধ্যাপক ড. সাঈদ-উর-রহমান, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. মাধবী রাণী চন্দ, নবযুগ কলেজের অধ্যক্ষ মো. নিয়ামুল কবির, বটেশ্বর বর্ণন এর চিহ্ন কোঅর্ডিনেটর বিলু কবীর, সাভার কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক দীপক কুমার রায়, বন্ধুবর ড. বাসুদেব রায়, বর্ণালী চক্রবর্তী, সহধর্মিণী দেবী মুখার্জী, আত্মজা ঐন্দ্রী ভট্টাচার্য প্রমুখ। বটেশ্বর বর্ণন প্রকাশনার কর্ণধার মোঃ কায়সার-ই-আলম প্রধান এ গ্রন্থটি প্রকাশে এগিয়ে না এলে হয়ত গ্রন্থটি প্রকাশ করা সম্ভব হতো না। আমি তাঁকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা সাহিত্যের অনুরাগী শিক্ষার্থী ও অনুসন্ধিৎসু পাঠকদের কাছে গ্রন্থটি আদৃত হলে খুশি হব। ড. রঘুনাথ ভট্টাচার্য বিভাগীয় প্রধান বাংলা বিভাগ নবযুগ কলেজ কুশুরা, ধামরাই, ঢাকা।