স্বপ্ন আছে, আছে স্বপ্ন দেখার মন, আছে স্বপ্ন পূরণের মনোবল, এই বিশ্বাস জাগ্রত হোক। নইতো একা এ ধরায়, আছে প্রকৃতির চারপাশে অনাবিল রুপের সমাহার। অপরুপ এই সৃষ্টির সাথে অপরুপ জীবন গড়তে চির সত্যকে মহিমান্বিত করতে ত্যাগী হিয়া গড়ার প্রয়াস। জীবন জুড়ে বিরাজমান মোহ-প্রমোহ, আবেগ, ভালোবাসা, চাওয়া-পাওয়ার তীব্র বাসনা। আবার সময়ের সেরা উপলব্ধি জীবন স¤পর্কে বাস্তববাদি হয়ে সমাজ, সম্মান বিবেচনায় সরল পথে চলতে শেখা, শুভ্র হৃদয়ে স্বপ্ন ছোয়ার বিশ্বাস। বিসর্জন দিতে দিধা নয় রঙ্গ, লোভ-লালসা। সুপ্ত ভাবনা ভাবতে নিরব রাত্রিতে ভেবে নতুন ফুলের কলি হয়ে ফুটিব। ছড়িয়ে ছিটিয়ে থাকা পণ্যগুলো চেতনায় হোক সন্ধি, উদিত রবির কিরনে কিংবা গোধুলি অথবা সাঝে হয়তবা ঘন তিমিরে একে অন্যের কল্যাণে যাত্রী হওয়ার দৃঢ় প্রত্যয়। চলতে-চলতে মায়া, ভালোবাসা সৃষ্টি আবার তা পূর্ণ মর্যাদার আশায় পিছু হটে মনের কল্পনায় কত প্রিয় নামে ডাকা। ক্ষণিকালয়ে অহংকার, হিংসা, ক্রোধ এড়িয়ে মিলবন্ধনে একই সাথে চলার প্রয়াস, দুঃখ ভুলে হৃদয়কে সর্বদা উৎসবি মনে করে তরুণের তেজ দীপ্ত আলোকে সামনে অগ্রসর। আবার সেথায় ঋণী প্রকৃতির সমগ্র সৃষ্টির প্রতি। ক্ষুধা, দারিদ্র, অসহায়ত্ব মর্ম উপলব্ধি, সরল পথকে আকড়ে ধরে জীবন যুদ্ধে জয়ী হওয়ার বাসনা। অন্তরঙ্গে অপেক্ষা জয়ী হওয়ার পূর্ব পর্যন্ত। উল্লেখিত ভাবনাগুলো লেখক কাব্যিক ভাষায় রুপ দেওয়ার চেষ্টা করেছেন।