কবিতা-অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস। কবি লেখেন, আর তার সঙ্গে করে পালটাতে থাকে প্রেক্ষাপট, প্রেক্ষিত; সে প্রেক্ষিত চিন্তাক্ষেত্রের আল ধরে সময়ের সঙ্গে সঙ্গে কবির হাত ফসকে বেরিয়ে যায়, কবি তাকে অনিবার আটকানোর চেষ্টা করেন তথাপি তাকে প্রাক্ষলিত ছকে বেঁধে ফেলা হয়ে ওঠে দুষ্কর। সমাজ সংগতি-অসংগতির যাবতীয় নকশা যা কবিমনে চিরভাস্বর, চিরজাগরূক, সে অনিরন্ধ্রিত ভাবনার পটচিত্রের সুনিপুণ সম্মিলন কাঙালকাব্য। এ বাস্তব পৃথিবীর যে একটি পরাবাস্তব রূপ, যাকে ধরাছোঁয়ার মধ্যে রাখা যায় না, যেখানে নিত্যনৈমিত্তিক বস্তুগত কামনা-বাসনার আস্ফালন, যন্ত্রচালিত সময়নীতির জাঁতাকলে পড়ে বিক্রিত এবং একইসঙ্গে বিকৃত অগুনতি রস-বিরসের গানের সন্ধান মেলে এখানে। একদিকে প্রেম অন্যদিকে অপ্রেম, একদিকে প্রাপ্তি অন্যদিকে আত্মশ্লাঘা, একদিকে দল আরেকদিকে শতদল-এমন ক্ষিপ্ত-বিক্ষিপ্ত মানবরহস্যের বাতায়ন কবি তার আবেগ-অনুভ‚তি, উপলব্ধি ও চিন্তা দ্বারা নানান উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে সহজ ও নিতান্তই সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন। কাঙালকাব্য আন্দোলিত করে, স্খলিত করে, দলিত করে এবং একইসঙ্গে বিষণ্ন সুন্দরে নিমজ্জিত করে।