মহান সৃষ্টিকর্তা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। দিয়েছেন মেধা, মনন ও সৃজনশীলতা। মানুষ পৃথিবীতে ভাল ও ন্যায় কাজ করবেন, সৃষ্টিকর্তার ইবাদত-বন্দেগীতে মশগুল থাকবেন, এমনটাই সৃষ্টির মুল লক্ষ্য। সর্বোপরি জীবে প্রেম করবেন, ইনসাফ বাস্তবায়ন করবেন, ঘুষ-দূর্নীতি থেকে দুরে থাকবেন, স্রষ্টার এমন ইচ্ছা থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে বলে আমরা জানি। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? সৃষ্টির সেরা জীব মানুষগুলি আজ মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যর বিপরীতে হাটছেন। মেতে উঠেছেন, ঘুষ-দূর্নীতি আর অনিয়মের মহাউৎসবে। শুধু আমাদের দেশ নয় সমগ্র পৃথিবীটা আজ অনিয়মের বেড়াজালে আবদ্ধ। সবখানে ঘুষ-দূর্নীতি আর ইনসাফ লংঘনের চরম প্রতিযোগিতা। এমন অসুস্থ্য প্রতিযোগিতা আর সর্বত্র বিরাজমান সামাজিক অসংগতি নিয়ে আমার লেখা ছোটগল্প ‘দু’ফোটা জল’ বইটি সাজানো হয়েছে। একই সাথে মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্য বাস্তবায়নে সদা তৎপর কিছু মহান মানুষের সামাজিক কর্মকান্ড বইটিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের মানবিক কর্মকান্ড বইটির একটি বিশেষ দিক। সর্বোপরি সমাজের সর্বত্র অসুস্থ্যতার বিত্ত ভেঙ্গে গড়ে উঠবে মুক্ত ধারার জাগরণ এ প্রত্যাশায়- ‘দু’ফোটা জল’ বইটি লেখার প্রয়াস মাত্র। আশা করি বইটি সবার নজর কাড়তে সক্ষম হবে। ধন্যবাদ। -লেখক