সাংবাদিক, লেখক, পর্যটক, মানবাধিকারকর্মী ও সংগঠক লোকমান হোসেন পলা। ১৯৭৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা খাড়েরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বজলুর রহমান, মাতা কে. নেছা। তিনি ছাত্র অবস্থায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ১৯৯৭ সাল থেকে প্রকাশিত লিটলম্যাগ বিকাশ-এর সম্পাদনা করে আসছেন, বর্তমানে নিডস নিউজ ২৪ ডট কম এর সম্পাদক, মাসিক পূর্বাপরের কার্যনির্বাহী সম্পাদক, সাপ্তাহিক বহুমত-এর মফস্বল সম্পাদক, দেশ বাঙালি লিটলম্যাগ-এর সম্পাদক। সভাপতি, বিশ্ব বাঙালি সংসদ বাংলাদেশ, সভাপতি-সবুজ সংঘ, কসবা প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক, দৈনিক মুক্তখবর স্টাফ রিপোর্টার, বিটিসি নিউজ ডট কম ডটবিডি, দৈনিক স্বদেশ বিচিত্রা-স্টাফ রিপোর্টার। মানবাধিকার পরিবেশ সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব, তিনি কর্মের স্বীকৃতি স্বরূপ পশ্চিম বাংলার ঈশপ সাহিত্য সম্মাননা-২০১৯, ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা-২০১৮, অনলাইন লিটালেচার গ্রুপস ইউনিটি সাহিত্য সম্মাননা ২০২২, মানিকলাল সিংহ সংস্কৃতি গবেষণা পরিষদ প্রদত্ত, বিমল কুমার সরকার স্মৃতি সম্মেননা ২০২২ (ভারত) দৈনিক নব অভিযান সম্মাননা পদক- ২০০৯ (সফল সংগঠক) মাপসাস মহাত্মাগান্ধী শান্তি পদক-২০১০ (ইভটিজিং ও মাদক বিরোধী প্রচারে বিশেষ অবদানের জন্য) তিনি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ভারত, নেপাল, ভুটান ভ্রমণ করেছেন। তার প্রকাশিত গ্রন্থ, মুক্তিযুদ্ধে খাড়েরা ইউনিয়ন, এক জনমে, প্রিয় কবিতা, ডিজিটাল সংসার, শান্তির পথে, পৃথিবীর পথে, আমার এই পথ চলাতে আনন্দ হাসনাইন সাজ্জাদী'র বিজ্ঞানকাব্যরীতি ও মুক্তিযুদ্ধে অমোচনীয় ত্রিপুরা। তিনি প্রতিভা সাহিত্য সংগঠন ও পাঠাগার-এর প্রতিষ্ঠাতা। তিনি কসবা উপজেলার থিম সং রচয়িতা।