বই সম্পর্কে ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়/ আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।’ বিশ্বনবি সা.। যাঁর জীবনে রয়েছে অনুপম আদর্শ। দোলনা থেকে কবর পর্যন্ত মানবজীবনের পরতে পরতে নকশিকাঁথার মাঠের মতো ছড়িয়ে আছে তাঁর আদর্শ। জীবননদীর আঁধার বাঁকে তিনি আলোর দিশারি। সমগ্র মানবতার জন্যে তিনি আদর্শ। তিনি রাহমাতুল লিল আলামিন। শুধু মানুষ নয়, সমগ্র মাখলুকাতের জন্যেই তিনি রহমতস্বরূপ। তাবৎ দুনিয়ার অমুসলিমরা পর্যন্ত তাঁর সুমহান আদর্শে অনুপ্রাণিত। বিমোহিত। তারা মুক্তির দিশা খুঁজে পায় নবিজির সোনাঝরা জীবনচরিতে। বিশ্ববিখ্যাত খ্রিষ্টান লেখক উইলিয়াম এইচ হার্ট তার ‘দ্যা হানড্রেড’ গ্রন্থে জগৎসেরা শতমনীষীর তালিকায় মুহাম্মদ সা.-কে সর্বশ্রেষ্ঠ আসন প্রদান করেছেন। মহানবি সা.-এর আদর্শের সুষমায় রঙিন করে সাজানো সম্ভব প্রতিটি মানুষের ব্যক্তিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তথা সামগ্রিক জীবন। তাই এমন সোনার মানুষের জীবনচরিত জানা প্রতিটি মানুষের জন্যে অপরিহার্য। আর এ বিশ্বাস থেকেই তাঁর সমুদ্রসম বিশাল জীবনী সত্যসন্ধিৎসু পাঠকের সামনে নিপুণ সিদ্ধতায় তুলে ধরার দুঃসাহসিক অভিযানে অবতীর্ণ হয়েছেন সুলেখিকা সামসুন নাহার বেগম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ তার দক্ষহস্তের প্রথম নজরানা। আশা করি পাঠকবৃন্দ ভিন্নস্বাদে নবিজির জীবনী জানার দুর্লভ সুযোগ পাবেন অমূল্য এ গ্রন্থ থেকে। -সাকি আনোয়ার সেলিম গবেষক, সাংবাদিক ও প্রাবন্ধিক
Title
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ প্রথম পর্ব : মাক্কী জীবন